শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা 

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০২  

শরীয়তপুরে-জমি-নিয়ে-বিরোধ-কৃষককে-কুপিয়ে-হত্যা 

শরীয়তপুরে-জমি-নিয়ে-বিরোধ-কৃষককে-কুপিয়ে-হত্যা 

শরীয়তপুরের নড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মতু মুন্সী আজিজ নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুর ১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, সকাল ১১টার দিকে নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মতু মুন্সী আজিজ একই গ্রামের করিম মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানান, মোক্তারের চর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের মতু মুন্সী আজিজের পরিবারের সঙ্গে একই গ্রামের টিপু মৃধার জমি এবং আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে একাধিকবার হামলা-মামলার ঘটনা ঘটেছে। টিপু মৃধার ভয়ে গত এক মাস যাবৎ মতু মুন্সী ও তার পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছিল। বুধবার বাড়ি ফিরে মতু মুন্সী বাড়ির পাশে গরুর খাবার আনতে যায়।

এ সময় টিপু মৃধা এবং তার লোকজন মতুকে ধাওয়া দেন। মতু দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। টিপু মৃধা ১০ থেকে ১৫ জন লোক নিয়ে ঘর থেকে মতুকে বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরিবার ও স্থানীয়রা গুরুত্ব আহত অবস্থায় মতুকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মতুর মৃত্যু হয়।

নিহত মতু মুন্সীর ভাই রিপন মুন্সী বলেন, সন্ত্রাসী টিপু মৃধাদের ভয়ে একমাস যাবৎ আমরা পালিয়ে বেড়াচ্ছিলাম। বুধবার মতু বাড়িতে আসলে টিপু মৃধার নেতৃত্বে সোবাহান মৃধা, ইকবাল মৃধা, বাদল মৃধা, বিল্লাল মৃধা, মোকলেছ মৃধা, রুবেল মৃধা, সলেমানসহ ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবির হোসেন বলেন, মতু মুন্সী নামে একজনকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Provaati
    দৈনিক প্রভাতী