বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শরীরের কোন অংশ থেকে সবচেয়ে আগে ওজন ঝরে

প্রকাশিত: ৬ জুলাই ২০২২ ১০ ১০ ০২  

শরীরের-কোন-অংশ-থেকে-সবচেয়ে-আগে-ওজন-ঝরে

শরীরের-কোন-অংশ-থেকে-সবচেয়ে-আগে-ওজন-ঝরে

ওজন ঝরানো আর মেদ ঝরানোর হিসেব একেবারে আলাদা। অনেকেই ভাবেন শরীরের যে অংশে মেদ বেশি, আগে সেখান থেকে ওজন কমুক। সেই মতো কসরতও হয়তো করেন। কিন্তু কর্তার ইচ্ছায় কর্ম কি সব সময়ে হয়?

শারীরিক গঠন থেকে জীবনযাপনের ধারা, সবের উপরে নির্ভর করে কতক্ষণে কমবে ওজন। স্বাস্থ্য সংক্রান্ত এক আন্তর্জাতিক পত্রিকার করা একটি সমীক্ষার ভিত্তিতে জানা গিয়েছে, পুরুষ ও নারীদের ক্ষেত্রে ওজন কমার নিয়ম আলাদা। আপনি পুরুষ না নারী, তার উপর নির্ভর করবে কোন অংশ থেকে ওজন আগে কমবে। কতটা সময় লাগবে কিংবা কোন জায়গা থেকে চর্বি ঝরতে শুরু করবে, তা-ও এর উপরে নির্ভরশীল।

পুরুষদের ক্ষেত্রে ওজন কমতে শুরু করে প্রথম শরীরের উপরের অংশ থেকে। নারীদের ক্ষেত্রে তা হয় কোমর থেকে। অর্থাৎ, কোনো পুরুষ আগেই পেটের মেদ ঝরাতে চাইলেও তা হয়তো হবে না। ওজন ও মেদ, দুই-ই কমবে নিজ নিয়মে। তা তিনি পেটের ব্যায়াম যতই করুন না কেন!

তার মানে ব্যায়ামের মাধ্যমে নির্ধারণ করা যাবে না কোন জায়গা থেকে বেশি চর্বি কমাবেন আপনি?

গবেষকেরা বলছেন, সব সময়ে এমনটা না-ও হতে পারে। ওজন কমানোর ক্ষেত্রে সবটা নিজের হাতে থাকে না। শারীরিক গঠনই শেষ কথা।

নারীদের শরীরের গঠন এক প্রকার। পুরুষদের আবার অন্য রকম। সব পুরুষেরও আবার শরীরের গঠন এক নয়। তাই প্রত্যেক পুরুষেরও ওজন ঝরার নিয়ম এক নয়। এক এক জনের এক এক ভাবেই কমবে ওজন। সে কারণেই ব্যক্তি বিশেষে ব্যায়াম ও ডায়েটের নিয়মও আলাদা হয় সবার ক্ষেত্রেই। এক জনের যা প্রয়োজন, অন্য জনের শরীরে তা হয়তো একেবারেই প্রয়োজন হয় না।

Provaati
    দৈনিক প্রভাতী