শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

লেভানদোভস্কির গোলে বার্সার আরেকটি জয়

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০২  

লেভানদোভস্কির-গোলে-বার্সার-আরেকটি-জয়

লেভানদোভস্কির-গোলে-বার্সার-আরেকটি-জয়

লা লিগায় শনিবার সহজ জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। র‌্যামন সানচেজ পিজুয়ানে সেভিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে কাতালান ক্লাবটি। এই ম্যাচে গোল পেয়েছেন পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি।

২১ মিনিটে লেভানদোভস্কির শট লাইনের উপর থেকে ক্লিয়ার হওয়ার পর ফিরতি বলে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। যদিও লেভাকে গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

৩৬ মিনিটে জুলেস কুন্ডের পাস নিয়ন্ত্রণে নিয়ে ভলির সাহায্যে সেভিয়া গোলরক্ষক বোনোকে পরাস্ত করেন লেভানদোভস্কি। গত চার ম্যাচে এটি তার পঞ্চম গোল।

বিরতির পাঁচ মিনিট পর এরিক গার্সিয়া বার্সেলোনার হয়ে তৃতীয় গোলটি করেন। এর আগে রাফিনহার ক্রস থেকে কুন্ডে গার্সিয়ার দিকে বল বাড়িয়ে দিয়েছিলেন। এবারের গ্রীষ্মে সেভিয়া থেকে ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন কুন্ডে। 

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘সব মিলিয়ে ম্যাচটি বেশ ভাল ছিল। আমরা প্রাধান্য বিস্তার করে খেলেছি, এমনকি আরো গোলের সুযোগ আমাদের সামনে ছিল। তারপরও সেভিয়ার মাঠে ৩-০ গোলে জয়ী হওয়া খুব একটা সহজ নয়।’

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ক্যাম্প ন্যুতে ভিক্টোরিয়া প্লাজেনকে আতিথ্য দেবার মাধ্যমে ইউরোপীয়ান মিশন শুরু করবে বার্সেলোনা। লিগে এই মুহূর্তে তারা শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে। 

সেভিয়া মিডফিল্ডার ইভান রাকিটিচ ম্যাচ শেষে বলেছেন, ‘আজ আমরা যে পরিস্থিতিতে পড়েছিলাম তা কিছুটা হলেও কঠিন ছিল। এই ফলাফলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু একইসাথে এর মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস ও ধৈর্য্য বেড়েছে। কোচ হোয়ান লোপেতেগুইয়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।’

Provaati
    দৈনিক প্রভাতী