মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লিটনের ব্যাটিং পজিশন জানালেন সিডন্স

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০২  

লিটনের-ব্যাটিং-পজিশন-জানালেন-সিডন্স

লিটনের-ব্যাটিং-পজিশন-জানালেন-সিডন্স

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে রয়েছে। ক্রাইস্টচার্চে গিয়ে বেশ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন ক্রিকেটাররা। মাঝে মঙ্গলবার মাঠের অনুশীলনও সেড়েছেন তারা। দলের প্রথম দিনের অনুশীলন শেষে কথা বলেছেন টাইগারদের ব্যাটিং কনসালট্যান্ট জেমি সিডন্স।

এ সময়ে দেশের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসের ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেছেন সিডন্স। তিনি জানিয়েছেন, এমনিতে টি-টোয়েন্টি ফরম্যাটে লিটনকে ওপেনিংয়ের জন্য ভাবছে না বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট।

সেক্ষেত্রে শেষ তিন ম্যাচে দলের ওপেনিং পজিশনের দায়িত্ব সামলেছেন মেহেদী হাসান মিরাজ আর সাব্বির রহমান। যদিও ব্যাট হাতে ব্যর্থই হয়েছেন সাব্বির। তবুও এই দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটস দাসের থেকেও ভিন্ন বলে মানছেন টাইগারদের ব্যাটিং পরামর্শক।

এ বিষয়ে সিডন্স বলেন, ‘সাব্বির ও মিরাজের ওপেনিং তামিম ও লিটনের থেকে বেশ ভিন্ন। লিটন এখানে আছে তিন বা চারে খেলবে। আমাদের এখনো কিছু সিনিয়র খেলোয়াড় আছে কিন্তু তরুণরা খুব উদীপ্ত।’

বর্তমান বাংলাদেশ দলের টি-টোয়েন্টি স্কোয়াডে তরুণের ছড়াছড়ি। অভিজ্ঞ ক্রিকেটার দলে নেই। আবার কয়েকজন নিয়েছেন অবসর। সে ক্ষেত্রে সিডন্সের মতে তরুণ দল নিয়ে বেশ রোমাঞ্চিত তারা।

সিডন্স বলেন, ‘আমরা দুবাই থেকে এসেছি। সেখানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ খেলেছি, সপ্তাহ খানেক দারুণ অনুশীলন সুবিধা পেয়েছি সেখানে। আমাদের দলটা খুব তরুণ। তারা রোমাঞ্চিত। তাদের জন্য এটা শেখার মঞ্চ। দেখা যাক খুব ভালো দুটি দলের বিপক্ষে কেমন খেলি।’

এই মুহুর্তে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে অবস্থান করছে। সেখানে বেশ ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। যা আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে টাইগারদের মানিয়ে নিতে সহজ হবে বলে মনে করেন সিডন্স। কেন না, এখানকার আবহাওয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার মিল রয়েছে।

সিডন্স বলেন, ‘আমরা ৪০ ডিগ্রি তাপমাত্রা থেকে খুব ভালো ঠান্ডা আবহাওয়ায় এসেছি। কন্ডিশন একই থাকবে অস্ট্রেলিয়ার। এখানকার উইকেট, ইনডোর খুবই ভালো। এজন্য আমরা এখানে এসেছি। প্রাক মৌসুমের অস্ট্রেলিয়ার সঙ্গে এখানকার খুব মিল আছে।’

Provaati
    দৈনিক প্রভাতী