বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রেললাইন ধরে হাঁটতে গিয়ে প্রাণটাই গেল দিনমজুরের

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ০৬ ০৬ ০২  

রেললাইন-ধরে-হাঁটতে-গিয়ে-প্রাণটাই-গেল-দিনমজুরের

রেললাইন-ধরে-হাঁটতে-গিয়ে-প্রাণটাই-গেল-দিনমজুরের

সম্পর্কিত খবর টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ফেনীতে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় খলিলুর রহমান নামে ২৭ বছর বয়সী এক দিনমজুর নিহত হয়েছেন।

শনিবার রাত ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলস্টেশনের অদূরে উত্তর সহদেবপুর রেলওয়ে ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর নোয়াখালীর সুধারাম থানা এলাকার বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চট্টগ্রাম থেকে জামালপুরগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ফেনী রেলস্টেশনের দিকে ঢুকছিল। এ সময় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন খলিলুর। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

জিআরপি পুলিশ ক্যাম্পের এসআই মো. আলী আকবর জানান, ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ শনাক্ত করেছেন নিহতের ভাই জলিলুর রহমান।

Provaati
    দৈনিক প্রভাতী