বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাস্তা থেকে শিশুকে তুলে নিয়ে ২ যুবকের ধর্ষণচেষ্টা

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০১  

রাস্তা-থেকে-শিশুকে-তুলে-নিয়ে-২-যুবকের-ধর্ষণচেষ্টা

রাস্তা-থেকে-শিশুকে-তুলে-নিয়ে-২-যুবকের-ধর্ষণচেষ্টা

জামালপুরের মেলান্দহে নানি বাড়িতে বেড়াতে এসে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণচেষ্টার ঘটনাটি ছড়িয়ে পড়লে এ নিয়ে এলাকায় শোরগোল সৃষ্টি হয়।

গত শনিবার দুপুরে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর ঘোষেরপাড়া এলাকায় ওই শিশুকে একটি কক্ষে নিয়ে দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে। গত কয়েকদিন ধরে এ ঘটনায় সমঝোতা করার জন্য চেষ্টা করছে স্থানীয়রা।

অভিযোগ উঠেছে, ঘোষেরপাড়া ইউনিয়নে চর ঘোষেরপাড়া এলাকার মৃত পান্না মণ্ডলের ছেলে মো. রিপন মিয়া (২৭) ও আবুল কালামের ছেলে সবুজ মিয়া (১৭) ধর্ষণচেষ্টার ওই ঘটনায় সম্পৃক্ত রয়েছেন।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দাদা বাড়ি থেকে নানি বাড়িতে বেড়াতে আসে ওই শিশু। শনিবার দুপুরে বাড়ির পাশে একটি দোকানে যায়। সেখান থেকে ফেরার সময় সবুজ মিয়ার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল ওই শিশু। এ সময় সবুজ ও রিপন মিলে ওই শিশুকে তুলে একটি ঘরে নিয়ে যান। সবুজ ঘরের বাইরে দাঁড়িয়ে থাকেন এবং রিপন রুমের ভেতরে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালান।

এলাকার কয়েকজন জানান, অভিযুক্ত রিপন মিয়া একজন খারাপ প্রকৃতির ছেলে। কয়েক বছর আগেও সে এমন একটা ঘটনা ঘটিয়ে ছিলো। গ্রাম্য সালিশের মাধ্যমে সমঝোতা করা হয়েছিল। এলাকাবাসী অভিযুক্তদের বিচারের দাবি জানান।

ওই শিশুর মামা বলেন, আমরা কেউই বাড়িতে ছিলাম না। পূজার কেনাকাটা করতে গিয়েছিলাম। বাড়িতে আসার পরে শুনি আমার ভাগ্নিকে রিপন আর সবুজ মিলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পরে স্থানীয় লোকজন ও মেম্বারের কাছে জানালে তারা সালিশ-বৈঠকের মাধ্যমে সমঝোতার চেষ্টা করলেও রিপনের লোকজন আসেননি। পরে সালিশের লোকজন চলে যান। 

ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু বলেন, বিষয়টি আমিও লোকমুখে শুনেছি। এ বিষয় নিয়ে এখনো আমার কাছে কেউ আসেনি।

মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি জানার পর আমি গিয়েছিলাম। মেয়েটি নানির বাড়ি থেকে তার নিজ বাড়িতে চলে গেছে। তাদেরকে বলে এসেছি থানায় এসে অভিযোগ দিতে। পরিবার থেকে মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Provaati
    দৈনিক প্রভাতী