বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

যেখানে একাই তিন দেশের সমান মেসি!

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০১  

যেখানে-একাই-তিন-দেশের-সমান-মেসি

যেখানে-একাই-তিন-দেশের-সমান-মেসি

শিরোনাম দেখে অবাক হয়েছেন? অবশ্য অবাক হলেও ঘটনা কিন্তু মিথ্যা নয়। কিন্তু লিওনেল মেসি তো একজন ফুটবলার। তিনি কীভাবে তিন দেশের সমান হবেন? আকার-আকৃতিতে খুব বেশি বদলালেও তো তিন দেশ দূরে থাক, একজন মানুষের চেয়ে বেশি হতে পারবেন না তিনি।

তবে মেসি কীভাবে তিন দেশের সমান হলেন? বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা তার ফুটবলীয় কীর্তিতে তিনটি দেশের সমান হয়েছেন। ঘটনা খোলাসা করা যাক। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রে মেসি একাই তিনটি ভিন্ন দেশের সমান হয়েছেন।

বিশ্ব ফুটবলের ইতিহাসে মেসিই একমাত্র ফুটবলার যিনি সাতটি ব্যালন ডি’অর জিতেছেন। একটি নির্দিষ্ট দেশের ফুটবলারদের মোট ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রেও এই ‘৭’-ই সর্বোচ্চ। 

দেশ হিসেবে জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং আর্জেন্টিনার ফুটবলাররা ৭টি করে ব্যালন ডি’অর জিতেছে। যেখানে আর্জেন্টিনার পক্ষে মেসিই একাই জিতেছেন ৭টির সবকটি।

অন্য দেশের মধ্যে জার্মানির ফুটবলাররা ৭টি ব্যালন ডি’অর জিতেছেন ৫জন মিলে। দেশটির পক্ষে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কার্ল হেইঞ্জ রুবেনিজ্ঞে, গার্ড মুলার, লোথার ম্যাথিউস, ম্যাথিয়াস সামার জিতেছেন এই পুরস্কার।

নেদারল্যান্ডস এবং পর্তুগালের তিনজন করে ফুটবলার মিলে জিতেছেন ৭টি করে ব্যালন ডি’অর। এর মধ্যে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো একাই জিতেছেন ৫টি। পর্তুগালের অন্য দুটি ব্যালন জিতেছেন ইউসেবিও এবং লুইস ফিগো।

এছাড়াও নেদারল্যান্ডসের পক্ষে ইয়োহান ক্রুইফ, রুদ খুলিত এবং মার্কো ভ্যান বাস্তেন তিনজন মিলে জিতেছেন ৭টি ব্যালন ডি’অর। অন্য দেশগুলোর মধ্যে ফ্রান্সের ৪ ফুটবলার মিলে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি জিতেছে মোট ৬বার।

এছাড়াও ইতালি, ব্রাজিল এবং ইংল্যান্ডের ফুটবলাররা ৫ বার করে জিতেছেন ব্যালন ডি’অরের পুরস্কার। ফুটবল বিশ্বের অন্যতম শক্তিধর সাবেক দেশ সোভিয়েত ইউনিয়নের ফুটবলাররা জিতেছেন ৩টি ব্যালন ডি’অর। 

সমান ৩টি ব্যালন ডি’অর জিতেছে স্পেনের ফুটবলাররা। যার দুটি কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো এবং অন্য নামটি চমক জাগানিয়া, লুইস সুয়ারেজ!

Provaati
    দৈনিক প্রভাতী