বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

যশোরে তিনটি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০২  

যশোরে-তিনটি-পিস্তল-ও-ম্যাগাজিনসহ-আটক-১

যশোরে-তিনটি-পিস্তল-ও-ম্যাগাজিনসহ-আটক-১

যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ সম্রাট হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার বিকেল ও রাতে যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর ও শার্শা উপজেলার অগ্রভূলাট সীমান্ত থেকে তিনটি নাইন এমএম পিস্তল, চারটি ওয়ান শুটার গান, তিনটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক সম্রাট হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবি ক্যাম্পের একটি টহল দল শুক্রবার রাতে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর উত্তরপাড়া গ্রামে অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক ব্যক্তিকে ব্যাগ হাতে আসতে দেখা যায়। টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বললে ওই ব্যক্তি তার হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি টহল দল অস্ত্র ও গুলিসহ সম্রাট হোসেনকে আটক করে।

অপরদিকে, শুক্রবার রাত ৮টার দিকে একই ব্যাটালিয়নের অগ্রভূলাট ক্যাম্পের বিজিবির একটি টহল দল শার্শা উপজেলার অগ্রভূলাট মাঠ নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় একটি ৯ এমএম পিস্তল (ইউএসএ), দুটি ওয়ান শুটার গান পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিত টের পেয়ে কৌশলে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যান। উদ্ধার হওয়া অস্ত্রের সিজার মূল্য  ৩ লাখ ৪৫ হাজার টাকা। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট ও শার্শা থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

Provaati
    দৈনিক প্রভাতী