সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ম্যাচের মাঝে অদ্ভুত ঘটনা, মাঠে বিবস্ত্র ব্যক্তি

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০১  

ম্যাচের-মাঝে-অদ্ভুত-ঘটনা-মাঠে-বিবস্ত্র-ব্যক্তি

ম্যাচের-মাঝে-অদ্ভুত-ঘটনা-মাঠে-বিবস্ত্র-ব্যক্তি

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এই ম্যাচ চলাকালীন সময়ে ঘটেছে অদ্ভুত এক ঘটনা। নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে মাঠেই ঢুকে পড়েছিলেন বিবস্ত্র এক যুবক। এ ঘটনায় কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।

নিউজিল্যান্ডের ইনিংসের শুরুর দিকের এই ঘটনা ঘটে। কোনো কাপড়-চোপড় ছাড়া শুধু একটা শর্টস পরে নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে মাঠে ঢুকে পড়েন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে গ্যালারিতে শোরগোল ওঠে। তাকে ধরতে পেছনে ছুটতে থাকেন নিরাপত্তাকর্মীরা। শুরু হয় রীতিমতো চোর-পুলিশ খেলা! 

মাঠে ঢুকতে ঢুকতে শরীরের শেষ বস্ত্রটি খুলে ফেলে দৌড়াতে থাকেন ওই ব্যক্তি। তবে দ্রুতই তাকে ধরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। কিছুক্ষণ ধস্তাধস্তির পর তাকে বাগে আনা সম্ভব হয়। তাকে মাঠ থেকে বের করা হলে ফের শুরু খেলা।

শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এই ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ৫৩ বলে ৭৯ রানের ইনিংস খেলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাবর আজম। এ ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে পাকিস্তান।

Provaati
    দৈনিক প্রভাতী