শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

মৃত্যুর আগে ভিডিও সাক্ষাৎকারে যে ‘কথাটি’ বললেন নাসিমা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১২ ১২ ০১  

মৃত্যুর-আগে-ভিডিও-সাক্ষাৎকারে-যে-কথাটি-বললেন-নাসিমা

মৃত্যুর-আগে-ভিডিও-সাক্ষাৎকারে-যে-কথাটি-বললেন-নাসিমা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নাসিমা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে স্বামী সুমন আলী পলাতক রয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাসিমা খাতুন মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ী গ্রামের সুমন আহম্মেদের স্ত্রী এবং একই ইউনিয়নের বেতনাসিন গ্রামের বাকের উদ্দিনের মেয়ে।

স্বজনদের অভিযোগ, নাসিমা খাতুনকে প্রতিনিয়ত নির্যাতন করতেন স্বামী সুমনসহ পরিবারের লোকজন। শনিবার ভোরে সুমন জোর করে নাসিমাকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করেন তারা।

মাধাইনগর ইউপি চেয়ারম্যান হাবিলুর রহমান বলেন, নাসিমাকে আগে থেকেই নির্যাতন করতো। বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। শুধু তাই নয়, মুখে মুখে তালাকও দিয়েছিল তার স্বামী। কিন্তু নাসিমা সংসার করতে চাইলেও রাখতে ইচ্ছুক ছিল না তার স্বামীর পরিবার।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর আগে নাসিমা উপস্থিত লোকজনের কাছে স্বামী ও শ্বশুরের নির্যাতন ও গ্যাস ট্যাবলেট খাওয়ানোর বিষয়ে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন বলে জেনেছি। জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুর ও শাশুড়িকে থানায় আনা হয়েছে। তবে পালিয়ে গেছেন স্বামী। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।

Provaati
    দৈনিক প্রভাতী