শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুশফিকের উদ্দেশ্যে রিয়াদের আবেগী বার্তা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ১৫ ০৩ ০২  

মুশফিকের-উদ্দেশ্যে-রিয়াদের-আবেগী-বার্তা

মুশফিকের-উদ্দেশ্যে-রিয়াদের-আবেগী-বার্তা

ব্যাট হাতে টানা ব্যর্থতার জেরে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। তার অবসরের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আবেগী এক পোস্ট করেছেন জাতীয় দলে তার সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে অবসরের ঘোষণা দেন মুশফিক। এর ঘণ্টা দুয়েক পর মুশফিকের সঙ্গে নিজের একটি ছবি যোগ করে পোস্ট করেন রিয়াদ।

রিয়াদ লিখেছেন, প্রিয় মুশফিক, তোমার অবসরের ঘোষণা শুনে আমার হৃদয় ভেঙে গেছে। তবে টি-২০ ফরম্যাটে তোমার ক্যারিয়ার ও অর্জন যথেষ্ট ভালো ছিল। তোমার সঙ্গে টি-২০ খেলা আমার জন্য আনন্দদায়ক ছিল। তোমার কর্মযজ্ঞ সবধরণের ফরম্যাটেই অনুপ্রেরণার মতো। 

এর আগে মুশফিক নিজের পেইজে লেখেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা।

এরপর তিনি লেখেন, টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।

মিস্টার ডিপেন্ডেবল আরো লিখেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Provaati
    দৈনিক প্রভাতী