শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুশফিকের অবসর নিয়ে চুপ থাকলেন সাকিব 

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০১  

মুশফিকের-অবসর-নিয়ে-চুপ-থাকলেন-সাকিব 

মুশফিকের-অবসর-নিয়ে-চুপ-থাকলেন-সাকিব 

সম্পর্কিত খবর লকারে হকি স্টিক রাখা সাকিব এখন বিশ্বসেরা ক্রিকেটার  অবশেষে জানা গেল কে ছিলেন মুশফিকের পাশে! হকি লিগে নাম লেখালো সাকিবের মোনাক মার্ট হকির বিপিএলে দল কিনতে উপস্থিত সাকিব পরিসংখ্যান সবসময় সবটা ফুটিয়ে তুলতে পারে না: মুশফিককে তামিম যে বিশ্বরেকর্ডে সবার ওপরে থেকে অবসরে গেলেন মুশফিক দেশের হয়ে টি-২০তে মুশফিকের যত রেকর্ড

এশিয়া কাপ থেকে ফিরে রোববার মুশফিকুর রহিম টি-২০ থেকে অবসরের ঘোষণা দেন। মুশফিকের অবসরের পর মাহমুদউল্লাহ-তামিমরা সামাজিক মাধ্যমে তাদের মনোভাবও পোষণ করেছেন। কিন্তু এখনো চুপ আছেন  সাকিব আল হাসান।

টি-২০ দলের অধিনায়ক ক্রিকেট বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মুশফিকের অবসর নিয়ে এখনো কিছু বলেননি। 

আজ সোমবার বাংলাদেশ হকি ফেডারেশন ফ্র্যাঞ্চাইজি লিগের ফ্র্যাঞ্চাইজদের নাম প্রকাশ করেছে। সাকিব সেই অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজ নিয়ে উপস্থিত ছিলেন। 

সাকিব অনুষ্ঠান শেষে হকি ও অন্য খেলা নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। এক পর্যায়ে সাংবাদিকরা মুশফিকের অবসর নিয়ে জানতে চান তখন তিনি বিষয়টি এড়িয়ে যান। 

পরে আবার মুশফিক ও ক্রিকেট প্রসঙ্গ আসলে তিনি বলেন, ‘আজ হকি নিয়েই বলব। ক্রিকেট নিয়ে এখানে নয়, পরে।’

এদিকে সাকিব তার ই-কমার্স প্রতিষ্ঠান মোনাক মার্টের মাধ্যমে ক্রিকেট সহ অন্য খেলাকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সাকিবের প্রতিষ্ঠান মোনাক মার্ট হকি লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি। 

সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে এসিই'র আনুষ্ঠানিক চুক্তি হয়। সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারীরা। 

হকির এই বিশেষ দিনে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানও সেখানে উপস্থিত ছিলেন। কারণ এবার তিনিও একটা হকির দল নিয়েছেন। 

Provaati
    দৈনিক প্রভাতী