শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুশফিকের অবসর: জানে না বিসিবি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ১৪ ০২ ০২  

মুশফিকের-অবসর-জানে-না-বিসিবি

মুশফিকের-অবসর-জানে-না-বিসিবি

সম্পর্কিত খবর অবসরের ঘোষণায় ভক্তদের যেমন প্রতিক্রিয়া পেলেন মুশফিক যেমন ছিল মুশফিকের আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ার যে কারণে টি-২০ কে বিদায় বললেন মুশফিক টি-২০ থেকে অবসর নিলেন মুশফিক এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়ে টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছেন বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম। এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

অবসরের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেনি মুশফিক জানিয়ে গণমাধ্যমে জালান ইউনুস বলেন, আমাকে বা আমাদেরকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মুশফিক। যেহেতু আমি বা আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না, তাই আমাদের আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো মানায় না।

তবে সাধুবাদ ও শুভকামনা জানিয়েছেন জালাল ইউনুস ‘তবে যেহেতু সে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছে, আমি তার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমি মনে করি এটি খুবই সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে সে। তার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকবে’।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক নিজেই।

মুশফিক লিখেছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা।

টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

 

Provaati
    দৈনিক প্রভাতী