সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুশফিককে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা বাড়ালেন সাকিব

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ১৬ ০৪ ০২  

মুশফিককে-ছাড়িয়ে-যাওয়ার-অপেক্ষা-বাড়ালেন-সাকিব

মুশফিককে-ছাড়িয়ে-যাওয়ার-অপেক্ষা-বাড়ালেন-সাকিব

আজ থেকে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হয়েছে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। প্রথম দিন পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এ ম্যাচে টস করতে নামলেই বাংলাদেশের সাবেক টি-২০ ক্রিকেটার ও অধিনায়ক মুশফিকুর রহিমকে ছাড়িয়ে যেতেন বর্তমান দলনেতা সাকিব আল হাসান।

তবে ভ্রমণের ক্লান্তিজনিত কারণে ম্যাচটি খেলেননি সাকিব। তাই তার মুশফিককে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা আরো বাড়লো।

অধিনায়ক হিসেবে টি-২০তে বাংলাদেশকে সমান ২৩টি করে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিক ও সাকিব। ফলে আর একটি ম্যাচে বাংলাদেশের হয়ে টস করলেই মুশিকে টপকে যাবেন টাইগার অলরাউন্ডার।

গত এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে মুশফিককে স্পর্শ করেছিলেন সাকিব। বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচেই নতুন চূড়ায় উঠতে পারেন মিস্টার অলরাউন্ডার।

এখন পর্যন্ত ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ৮ ম্যাচে জিতিয়েছেন মুশফিক। আর ২৩ ম্যাচে সাকিবের অধীনে জয় ৭টি। মুশফিককে পেছনে ফেললে বাংলাদেশের পক্ষে টি-২০তে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার তালিকায় তৃতীয় স্থানে উঠবেন সাকিব।

টি-২০তে অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জয়ের রেকর্ড মাহমুদউল্লাহ রিয়াদের দখলে। ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৬টিতে দলকে জয় এনে দিয়েছেন রিয়াদ। তার অধীনে ২৬টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

দ্বিতীয়স্থানে আছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ম্যাশের অধীনে ২৮ ম্যাচে বাংলাদেশ ১০টিতে জয় পায়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

Provaati
    দৈনিক প্রভাতী