শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০২  

মুক্তিপণ-না-পেয়ে-শিশুকে-হত্যা-যুবকের-মৃত্যুদণ্ড

মুক্তিপণ-না-পেয়ে-শিশুকে-হত্যা-যুবকের-মৃত্যুদণ্ড

সম্পর্কিত খবর ইউপি সদস্য হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড  সিরাজগঞ্জের শাহজাদপুরে মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এ রায় ঘোষণা করেন। দণ্ডিতের নাম আমির চাঁন। ২৮ বছর বয়সী আমির শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।

মামলার বিবরণ দিয়ে আব্দুর রহমান জানান, ২০১৮ সালের ২ আগস্ট বিকেলে রায়পুর গ্রামের আকছেদ আলীর বাড়ির উঠানে ফুটবল খেলছিলেন আমির চাঁনসহ শিশু মুসা, ইয়াসিন, সুমাইয়া ও সালাম। খেলা শেষে সালামকে কৌশলে নিজ বাড়িতে নিয়ে আটকে রাখেন আমির। পরে শিশুটির পরিবারের কাছে পর্যায়ক্রমে ১০ লাখ, তিন লাখ ও দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিভিন্ন জায়গায় চিঠি ফেলে রাখেন। তবে শিশুকে না পেয়ে একই বছরের ১১ আগস্ট মামলা করে ভুক্তভোগীর পরিবার।

মামলার পর আমির চাঁনকে গ্রেফতার করে পুলিশ। পরে নিজের দোষ স্বীকার করেন তিনি। এছাড়া তার দেওয়া তথ্যমতে বাড়ির পাশের একটি কূপ থেকে সালামের মরদেহ উদ্ধার করা হয়। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেয় আদালত।

Provaati
    দৈনিক প্রভাতী