বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মা ইলিশ রক্ষায় প্রচারণা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ১০ ১০ ০২  

মা-ইলিশ-রক্ষায়-প্রচারণা

মা-ইলিশ-রক্ষায়-প্রচারণা

মা ইলিশ রক্ষায় সরকারের দেয়া আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ঝালকাঠির নদ-নদীগুলোতে। ইলিশ শিকারে নদীতে নামছে এবং নিষেধাজ্ঞার পূর্ব পর্যন্ত ইলিশ ধরতে কর্মযজ্ঞ চলছে জেলেদের।

ঝালকাঠিসহ জেলার ইলিশের স্পটগুলোর জেলেদের মাঝে বিরাজ করছে উন্মাদনা। এখন কয়েকদিন ঘটা করে মাছ শিকার শেষে নিষেধাজ্ঞার এই সময়টায় তারা নৌকা, জাল মেরামতের কাজ করবেন। 

আগামী শুক্রবার ঘড়ির কাঁটা যখন সোমবার রাত ১২টায় পৌঁছাবে তখন থেকেই শুরু হবে নিষেধাজ্ঞা। এ সময় হাজারেরও বেশি জেলেরা বেকার হয়ে পড়বে। সরকারি সহায়তাই থাকবে তখন জেলেদের একমাত্র ভরসা। এক শ্রেণির অসাধু জেলেদের জন্য নদী ও তীরবর্তী কয়েক স্থানে আভিযানিকদল ও জেলেদের মধ্যে চলবে লুকোচুরি খেলা। জেলেদের সচেতন করতে জেলা মৎস্য বিভাগের আয়োজনে সচেতনতামূলক অনুষ্ঠান পালন করা হয়েছে। 

 ঝালকাঠিতে মা ইলিশ নিধন বিরোধী জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ডিসি মো. জোহর আলী। 

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে ২ অক্টোবর রোববার সকাল ১০টার দিকে জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে বিষখালী নদী তীরবর্তী বৈশাখীয়া হদুয়া দরবার শরীফ মাঠে মৎস্যজীবীদের সঙ্গে জনসচেতনতা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মঈনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর অং চিং চাকমা, নলছিটি থানার ওসি মো. আতাঊর রহমান, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুব আলম সেন্টু। এ সময় জনপ্রতিনিধি, সুধীজন, গণ্যমান্য ব্যক্তি, মৎস্যজীবী, জেলা ও উপজেলা মৎস্য বিভাগের কর্মচারী উপস্থিত ছিলেন।

শহরের জেলে পাড়ার অধির মালো, নবদ্বীপ মালোসহ কয়েকজন জানান, বছরের দুইটা সময়ে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আসে। মা ইলিশের নিষেধাজ্ঞা অক্টোবরে এবং জাটকা নিধনে নিষেধাজ্ঞা জানুয়ারিতে। এই নিষেধাজ্ঞার সময়ে আমরা বেকার সময় পার করি। এ অল্প সময়ের জন্য আমাদের ভিন্ন কোন পেশায়ও যাওয়া সম্ভব হয়। সরকারি সহায়তার দিকেই তাকিয়ে বসে থাকি। 

ঝালকাঠির বিষখালী নদীতে জাল ফেলে ইলিশ শিকার করছেন জেলেরা। ছবি: দৈনিক প্রভাতী

এ সময়টাতে ধারদেনা করে সংসার চালাই। নিষেধাজ্ঞা উঠে গেলে মাছ শিকার করে দেনা পরিশোধ করি। এমন করতে করতেই জীবনটা অতিবাহিত করে এখন প্রায় শেষের পথে। 

জেলা মৎস্য কর্মকর্তা রিপন ঘোষ জানান, মা ইলিশ নিধনে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আগামী ৭ অক্টোবর। ইলিশ ডিম ছাড়ার সময় ২৮ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। এ সময়ে সাগরের লবণ পানির মাছ ডিম ছাড়তে মিঠা পানিতে আশ্রয় নেয়। তাই ডিম ওয়ালা মা ইলিশ রক্ষায় এ ২২দিন নিষেধাজ্ঞা রয়েছে।  জেলেদের সচেতন করতে এবং দেশের সম্পদ রক্ষায় উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক সভা, প্রচার-প্রচারণা চলছে। নিষেধাজ্ঞা শুরু হলে নদীতে ৪টি আভিযানিক টিম সবসময় দায়িত্ব পালন করবে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। আইন অমান্যকারীদের বিধান অনুযায়ী শাস্তি দেয়া হবে।

Provaati
    দৈনিক প্রভাতী