বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাহমুদউল্লাহর সঙ্গে আজই বসছেন পাপন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০২  

মাহমুদউল্লাহর-সঙ্গে-আজই-বসছেন-পাপন

মাহমুদউল্লাহর-সঙ্গে-আজই-বসছেন-পাপন

বিশ্বকাপ দল ঘোষণার আগে থেকেই দলে রাখা না রাখা নিয়ে আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বিশ্বকাপ দলে থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে হচ্ছিল বিস্তর আলোচনাও। 

অবশেষে অনেক জল্পনা কল্পনার পর বাদ দেওয়া হয় সাবেক টি-20 অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। বুধবার তাকে বাদ দিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেও আজই তার সঙ্গে বসবেন পাপন। তার সঙ্গে বিস্তারিত কথা বলবেন বলেও জানান তিনি।

মাহমুদউল্লাহ বাদ পড়ার বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন বলেন, ‘আসলে নতুন কোচিং প্যানেলকে সবকিছু নতুন করে করতে দেওয়া হয়েছে। এখন তারা যা করছে সেটা তো আমাদের শুনতে হবে। তারা তো সামনের ওয়ার্ল্ড কাপকে টাগের্টে রেখে এগোচ্ছে। সেই পরিস্থিতিতে হঠাৎ করে এক মাসের মধ্যেই সব বদলে যাবে এমন তো হয় না।’

পাপন আরো বলেন, ‘আমি মাহমুদউল্লাহর সঙ্গে আজকে কথা বলবো। আজকে ডাকবো ওকে। তার সঙ্গে কথা না বলে তো আর কিছু বলা যাবে না। সে নিঃসন্দেহে ভালো খেলোয়াড়, ভালো ছেলে।’

টি-20তে মাহমুদউল্লাহর পারফরম্যান্স অনেকদিন ধরেই ভালো যাচ্ছে না। সে কারণে তিনি অধিনায়কত্বও হারিয়েছেন। দল থেকেও বাদ পড়েছিলেন। 

আবার হুট করে এশিয়া কাপ দিয়ে দলেও ফিরেন । কিন্তু সেখানে টিকে থাকার জন্য কাজের কাজটি কিছুই করতে পারেন নি তিনি। আর তাই এবার বিশ্বকাপের দল থেকেই বাদ পড়লেন। 

Provaati
    দৈনিক প্রভাতী