বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মান্দায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০১  

মান্দায়-কৃষকদের-মাঝে-বিনামূল্যে-বীজ-সার-বিতরণ

মান্দায়-কৃষকদের-মাঝে-বিনামূল্যে-বীজ-সার-বিতরণ

নওগাঁর মান্দায় খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ২৩০ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, পল্লী বিদ্যুৎ সমিতি মান্দা জোনাল অফিসের ডিজিএম শফিউল আলম, উপজেলা বিএমডিএর সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন ও উপজেলা জনস্বাস্থ্য দফতরের উপ-সহকারী প্রকৌশলী এনায়েত হোসেন।

মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষে ২৩০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি (পটাশ) সার, বীজতলার জন্য পলিথিন, সুতলি ও বালাইনাশক দেওয়া হয়েছে। এছাড়া শ্রমিক খরচ বাবদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৮০০ টাকা করে পাবেন প্রত্যেক কৃষক।

কৃষি কর্মকর্তা আরো বলেন, চলতি খরিপ মৌসুমে ৮০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মাসকালাইয়ের বীজ, ১০ কেজি করে  ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
 

Provaati
    দৈনিক প্রভাতী