মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাদক বহনে ব্যবহার হচ্ছে রোহিঙ্গা যুবতী-শিশু

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০১  

মাদক-বহনে-ব্যবহার-হচ্ছে-রোহিঙ্গা-যুবতী-শিশু

মাদক-বহনে-ব্যবহার-হচ্ছে-রোহিঙ্গা-যুবতী-শিশু

রোহিঙ্গা যুবতী ও শিশুরা বহন করছে ইয়াবা ও মরণ নেশা আইস। প্রভাবশালী মাদক ব্যবসায়ীদের টার্গেটও তারা। ধরা পড়লে সহজে ছাড়ানো যায় তাদের।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রুহুল আমিন বলেন, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা পাচারে যুবতী ও শিশুদের ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু রোহিঙ্গা শিশুকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে যাতে ইয়াবা চালান নিয়ে বের হতে না পারে সেদিকে নজর দিতে হবে। রোহিঙ্গা শিশুদের মাধ্যমে ইয়াবা পাচার রোধ করা না গেলে আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে ইয়াবা।

অনুসন্ধানে জানা যায়, কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা পাচারের জন্য ক্যারিয়ার হিসেবে ব্যবহার হওয়া শিশুদের বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে। শিশুদের ক্ষেত্রে বিশেষ সুবিধা হচ্ছে গ্রেফতার হলেও সহজে জামিন হয়ে যায়। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় না এবং তাদের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে ‘দোষীপত্র’ দিতে হয়। মাদক নিয়ে গ্রেফতার হলেও তাদের বিচার হয় শিশু আইন মেনে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, যেসব রোহিঙ্গা যুবতী ও শিশু মাদক নিয়ে ধরা পড়ছে তাদের অধিকাংশের বয়স ১৪ থেকে ২২ বছর। মাদক ব্যবসায়ীরা কৌশল হিসেবে যুবতী ও শিশুদের মাদক বহনে ব্যবহার করছে।

Provaati
    দৈনিক প্রভাতী