বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মঞ্চে ফেরার স্বপ্ন দেখি: আবুল হায়াত

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২ ১৪ ০২ ০১  

মঞ্চে-ফেরার-স্বপ্ন-দেখি-আবুল-হায়াত

মঞ্চে-ফেরার-স্বপ্ন-দেখি-আবুল-হায়াত

বরেণ্য অভিনয়শিল্পী আবুল হায়াত। নাট্যকার, পরিচালক হিসেবেও সফল তিনি। মঞ্চনাটকের মধ্য দিয়ে তার অভিনয়ে হাতেখড়ি। তারপর অর্ধ যুগের বেশি সময় পার করেছেন তিনি।

অসংখ্য টেলিভিশন নাটক, সিনেমা, বিজ্ঞাপনে কাজ করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন এই শিল্পী। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক। নন্দিত এই শিল্পীর আজ (৭ সেপ্টেম্বর) ৭৮তম জন্মদিন। 

জন্মদিন কাটানো নিয়ে আবুল হায়াত গনমাধ্যমকে বলেন, সাধারণত আগের রাতেই জন্মদিন উদযাপন হয়ে যায়। এবারো তার ব্যত্যয় ঘটেনি। একই দিনে আমার নাতনি (নাতাশার কন্যা তৃষা) ও আমার জন্মদিন। নাতাশা দুটো কেক নিয়ে বাসায় এসেছে। আমরা দুজনে মিলে হইচই করে কেক কেটেছি, খেয়েছি। ওরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এটি আমাদের প্রধান উদযাপন।

তিনি আরও বলেন, ‘তা ছাড়া বন্ধু-বান্ধব, সাংবাদিক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষিরা ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। আর আজকে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে যাব। ওরা প্রতি বছরই ডাকে। সেখানে কিছুক্ষণ সময় কাটাব। আর রাতেরবেলায় পরিবারের সবাই একত্রিত হবো।’

আবারো মঞ্চে ফেরার ইচ্ছে আছে প্রকাশ করেছেন আবুল হায়াত। তিনি বলেন, ‘আমি মঞ্চ থেকে উঠে এসেছি, মঞ্চ আমার প্রাণ। মঞ্চে ফেরার ইচ্ছা হয়। কিন্তু এজন্য শারীরিকভাবে অনেক শক্তি প্রয়োজন; ওটা না হলে সম্ভব নয়। আমার লেখা নতুন একটি নাটক মঞ্চে আসছে। এ নাটকে অভিনয় করতে চেয়েছিলাম; কিন্তু পারিনি। তারপরও মঞ্চে ফেরার স্বপ্ন দেখি।’

Provaati
    দৈনিক প্রভাতী