মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভেটেরিনারি কলেজের তিন শিক্ষার্থীর মৃত্যুতে পরিবারে শোকের মাতম

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০২  

ভেটেরিনারি-কলেজের-তিন-শিক্ষার্থীর-মৃত্যুতে-পরিবারে-শোকের-মাতম

ভেটেরিনারি-কলেজের-তিন-শিক্ষার্থীর-মৃত্যুতে-পরিবারে-শোকের-মাতম

সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের তিন শিক্ষার্থী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরো দুইজন। নিহত শিক্ষার্থীদের পরিবারে চলছে শোকের মাতম।

শুক্রবার রাত ১১টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সরকারি ভেটেরিনারি কলেজের ছাত্র মুরাদ হোসেন, তৌহিদুল ইসলাম এবং সমরেশ।

জানা যায়, দরিদ্র পরিবারের সন্তান মুরাদ। তার বড় ভাই সজীব হোসেন কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। ছোট ভাই শারীরিক প্রতিবন্ধী। পড়াশোনা শেষ করে মুরাদ পরিবারের হাল ধরবেন- এমনই আশা ছিল তার বাবার। তৌহিদুল ইসলাম বিধবা মায়ের সন্তান। তার মা জাহানারা বেগমের আশা ছিল ছেলে পড়ালেখা শেষে চাকরিতে দিলে কষ্টের দিন শেষ হবে। আর সমরেশ ছোটবেলা থেকেই মেধাবী। তার পড়ালেখাও শেষ পর্যায়ে। পরিবারের আশা ছিল সে ভালো চাকরি করবে।

মুরাদের এক প্রতিবেশী জানান, মুরাদের বাবার এখন মাঠে শুধু এক বিঘা জমি আছে। বাকি যে জমি ছিল তা ছেলেদের পড়ালেখা করাতে গিয়ে তিনি বিক্রি করেছেন। তিনি এখন গ্রামে শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে সংসার চালান। এছাড়া দুই বছর আগে ভালোবেসে বিয়ে করেছেন মুরাদ।

এছাড়া তৌহিদের বাড়ি চুয়াডাঙ্গা এবং শমরেসের বাড়ি যশোরে। ময়নাতদন্ত শেষে তাদের লাশ নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

উল্লেখ্য, ঝিনাইদহ শহর থেকে তিনজন একই মোটরসাইকেলে করে কলেজের দিকে আসছিলেন। পথে আঠারো মাইল এলাকায় পৌঁছালে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা বিদ্যুতের পিলার ভর্তি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

Provaati
    দৈনিক প্রভাতী