বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতের জার্সি পরায় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো স্টেডিয়াম থেকে

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৩ ০১ ০২  

ভারতের-জার্সি-পরায়-ধাক্কা-দিয়ে-বের-করে-দেওয়া-হলো-স্টেডিয়াম-থেকে

ভারতের-জার্সি-পরায়-ধাক্কা-দিয়ে-বের-করে-দেওয়া-হলো-স্টেডিয়াম-থেকে

তারা ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে খেলা দেখতে গিয়েছিলেন। শুধু মাত্র সেই কারণে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান বনাম শ্রীলংকা ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি ভারতীয় সমর্থকদের। দুবাই স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে এমনটাই অভিযোগ করেছেন তারা।

ভারতীয় ক্রিকেট সমর্থকদের একটি টুইটার পেজ থেকে রোববার একটা ভিডিও পোস্ট করা হয়। সেখানে এক ভারতীয় সমর্থক বলেন, আমরা খেলা দেখতে এসেছিলাম। কিন্তু ভারতীয় দলের জার্সি পরে আছি বলে ঢুকতে দেওয়া হল না।

সেখানে আরো বলা হয়, আমাদের ঠেলে বের করে দেওয়া হয়েছে। অন্য দেশের সমর্থকরা এমন করলে তবুও মানতাম। কিন্তু পুলিশ আমাদের বের করে দিল। হতে পারে আমাদের ভালোর জন্যই ওরা ঢুকতে দেয়নি। কিন্তু সেটা ভালো ভাবে বলা যেত।

সেই সমর্থকরা জানান যে, তাদের পোশাক বদল করে আসতে বলা হয়। এই বিষয় নিয়ে আইসিসি এবং এসিসি-কে তদন্ত করার আবেদন করেছেন সমর্থকরা।

রোববার দুবাইয়ের মাঠে ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং শ্রীলংকা। সেই দুই দলের সমর্থকরাই মাঠে ভিড় করেন। সেই সঙ্গে কিছু ভারতীয় সমর্থকরাও ক্রিকেট উপভোগ করার জন্য গিয়েছিলেন। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

 

Provaati
    দৈনিক প্রভাতী