সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাট হাতে ঘাম ঝরিয়ে কটূক্তির শিকার জাহ্নবী

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০২  

ব্যাট-হাতে-ঘাম-ঝরিয়ে-কটূক্তির-শিকার-জাহ্নবী

ব্যাট-হাতে-ঘাম-ঝরিয়ে-কটূক্তির-শিকার-জাহ্নবী

পরনে সাদা রঙের জামা, সঙ্গে ছাই রঙের শর্টস। পায়ে প্যাড, হাতে গ্লাভস, মাথায় হেলমেট। প্র্যাকটিস গ্রাউন্ডে ব্যাট হাতে একের পর এক শট খেলছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। নেটদুনিয়ায় ছড়িয়েপড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। আর এ ভিডিও নিয়ে কটূক্তির শিকার হয়েছেন এই অভিনেত্রী।

একজন মন্তব্য করেছেন- ‘জাহ্নবীকে দেখে বোঝা যাচ্ছে না, তিনি ক্রিকেট খেলছেন নাকি ফুটবল।’ কেউ আবার লিখেছেন, ‘আগামী ক্রিকেট বিশ্বকাপে জাহ্নবীকেই ভারতের হয়ে খেলতে পাঠানো হোক।’ কেউ কেউ জাহ্নবীর পরিবারের পরিচয় তুলে তাকে আক্রমণ করে মন্তব্য করেছেন। তাদের ভাষ্য- ‘নেহাত স্টার কিড বলেই এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।’ নেটিজেনদের বড় একটি অংশ এমন মন্তব্য করলেও অনেকে তার প্রশংসাও করছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ক্রিকেট নিয়ে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন জাহ্নবী। সিনেমাটিতে জাহ্নবীর সঙ্গে দেখা যাবে রাজকুমার রাওকে। মহেন্দ্র এবং মহিমা নামে দুই চরিত্র রূপায়ন করবেন তারা। এটি পরিচালনা করছেন শরন শর্মা। জাহ্নবী প্রথমবার ক্রিকেট খেলছেন এমন নয়; এর আগে দীনেশ কার্তিকের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল তাকে।

জাহ্নবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুড লাক জেরি’। গত ২২ জুলাই মুক্তি পায় এটি। এতে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এরই মধ্যে ‘মিলি’ ও ‘বাওয়াল’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। আগামী ৪ নভেম্বর ‘মিলি’ মুক্তির কথা রয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী