বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যস্ততা যেন বাবা-মাকে ভুলিয়ে না দেয়

প্রকাশিত: ১৪ জুলাই ২০২২ ১৬ ০৪ ০২  

ব্যস্ততা-যেন-বাবা-মাকে-ভুলিয়ে-না-দেয়

ব্যস্ততা-যেন-বাবা-মাকে-ভুলিয়ে-না-দেয়

মা-বাবার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ-খবর রাখছেন, নাকি ভুলে গেছেন। মনে আছে মায়ের আদর, মমতা, ভালোবাসা, ত্যাগের স্মৃতিগুলো। মনে করুন জীবন অর্থবহ হয়ে ওঠবে। যতোবার সে আদরের কথা মনে করবেন বেঁচে থাকা আনন্দের হয়ে ওঠবে। বাবারা সন্তানের জন্য যা করেন তাতে শুধু তাদের শ্রম থাকে না-থাকে হৃদয়। এখন বড় হয়েছেন। বাবা-মায়ের থেকে হয়তো দূরে আছেন। কিন্তু খেয়াল রাখছেন কী?

বাংলাদেশের ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’-তে উল্লেখ আছে বাবা মাকে খেয়াল রাখতে হবে, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা করতে হবে। এমন যদি হয়, মা এবং বাবা আলাদা থাকেন, সেক্ষেত্রে প্রত্যেক সন্তানকে উভয়ের সঙ্গে আলাদা করে নিয়মিত সাক্ষাৎ করতে হবে। মা-বাবা স্বেচ্ছায় অন্য কোনো জায়গায় বাস করলে তাদের মাসিক বা বার্ষিক আয়ের যুক্তিসংগত অর্থ নিয়মিত প্রদান করতে হবে সন্তানকে।

মা-বাবাকে ভরণপোষণ প্রদান না করলে এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন না করলে অভিযুক্ত সন্তানের তিন মাসের জেল অথবা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে।



দৈনিক প্রভাতী/আরএস

Provaati
    দৈনিক প্রভাতী