বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বোলারদের কাছে ইনজুরি এসে আবার চলে যায়: হাসান

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০২  

বোলারদের-কাছে-ইনজুরি-এসে-আবার-চলে-যায়-হাসান

বোলারদের-কাছে-ইনজুরি-এসে-আবার-চলে-যায়-হাসান

অনুশীলন বা খেলার মাঠে ক্রিকেটারদের ইনজুরি নিত্যদিনের। এক্ষেত্রে পেসারদের ইনজুরির প্রবণতা আরও বেশি। ক্যারিয়ারের শুরুতেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হন পেসার হাসান মাহমুদ।

প্রায় দেড় বছর পর ইনজুরি কাটিয়ে ছিলেন এশিয়া কাপের স্কোয়াডে। কিন্তু অনুশীলনের প্রথম দিনেই গোড়ালির চোটে শেষ হয়ে যায় হাসানের এশিয়া কাপ। ইনজুরি কাটিয়ে আবার জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে। 

বারবার ইনজুরিতে পড়া নিয়ে এক প্রশ্নে শনিবার দুপুরে সাংবাদিকদের হাসান বলেন, ‘ফাস্ট বোলারদের জন্য ইনজুরি হলো বন্ধুর মতো, এসে আবার চলে যায় (হাসি)। জিনিসটা খুবই স্বাভাবিক। কিন্তু ইনজুরি এড়াতে অবশ্যই কাজের মধ্যে থাকতে হবে। ফিটনেস বলেন কিংবা বোলিং ওয়ার্ক, সব কিছুতেই ধারাবাহিকতা রাখতে হবে।’

গত মাসে চোটের পর এখনও তিনি বল হাতে নেননি। জিম-ওয়ার্ক আউট করেই কাটছে সময়। একদিন বাদে বোলিংয়ে ফেরার কথা রয়েছে তার। 

এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলেছেন হাসান, সেগুলোতে নিয়েছেন ৩ উইকেট। 

২০২১ সালের মার্চে ইনজুরিতে পড়ার পর দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। সবশেষ জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। 

Provaati
    দৈনিক প্রভাতী