শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বুড়িগঙ্গায় গোসলে নেমে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর ভেসে উঠল দেহ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০১  

বুড়িগঙ্গায়-গোসলে-নেমে-নিখোঁজ-২৪-ঘণ্টা-পর-ভেসে-উঠল-দেহ

বুড়িগঙ্গায়-গোসলে-নেমে-নিখোঁজ-২৪-ঘণ্টা-পর-ভেসে-উঠল-দেহ

নারায়ণগঞ্জের ফতুল্লার মেঘনা ডিপোর ঘাটে বুড়িগঙ্গা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার দুপুরে মামলা করেছেন নিহতের বাবা।

নিহতের নাম আবু বকর সিদ্দিক। ১৩ বছর বয়সী সিদ্দিক ফতুল্লা মডেল থানার পঞ্চবটি গুলশান রোডের শাহিন মিয়ার ছেলে ও ধর্মগঞ্জ তাহফিজুর হাফেজিয়া মাদরাসার ছাত্র।

মামলার বিবরণ দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সহপাঠীদের সঙ্গে মেঘনা ডিপোর ঘাটে বুড়িগঙ্গা নদীতে গোসলে নামে সিদ্দিক। গোসল শেষে সবাই উঠে এলেও সিদ্দিক নদীর স্রোতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধারে অভিযানে নামেন পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা। কিন্তু কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের ঠিক ২৪ ঘণ্টা পর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিদ্দিকের মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

Provaati
    দৈনিক প্রভাতী