রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিসিসিআই ছেড়ে সৌরভের ঘরে ফেরার লড়াই

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ১২ ১২ ০১  

বিসিসিআই-ছেড়ে-সৌরভের-ঘরে-ফেরার-লড়াই

বিসিসিআই-ছেড়ে-সৌরভের-ঘরে-ফেরার-লড়াই

কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেট পাড়ায় গুঞ্জন ভেসে বেড়াচ্ছিলো, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদ ছাড়ছেন সৌরভ গাঙ্গুলী। সেই গুঞ্জন সত্যি হওয়ার সঙ্গে আরেকটা নতুন ঘোষণাও আসলো। সেটা সৌরভের কাছে থেকেই।

বিসিসিআই সভাপতির পদ থেকে পদত্যাগ করলেও ক্রিকেটের সঙ্গেই থাকছেন সাবেক ভারতীয় ক্রিকেটার। সমগ্র ভারতের দায়িত্ব ছেড়ে এবার ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার মহারাজ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এর সভাপতি পদে লড়বেন তিনি।

ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, সিএবি- এর সভাপতি পদে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। তবে সৌরভের এমন সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে। কারণ, তাকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দিলেও সেটি গ্রহণ করেননি।

সিএবি- এর সভাপতি পদে নির্বাচন করার খবরটি সৌরভ নিজেই জানিয়েছেন। চলতি অক্টোবরের ২২ তারিখে মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এটা নিয়ে দ্বিতীয়বারের মতো সিএবি- এর সভাপতির পদে লড়াই করবেন ভারতের সফল অধিনায়ক।

বিসিসিআই সভাপতি হওয়ার আগে গাঙ্গুলী ২০১৫-২০১৯ সাল পর্যন্ত চার বছর সিএবি- এর সভাপতি ছিলেন। বিসিসিআইয়ের নতুন সংবিধান অনুযায়ী তিনি আরো চার বছর পশ্চিমবঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় কাজ করতে পারবেন।

উল্লেখ্য, ২০১৯ সালে বিসিসিআই- এর অস্থায়ী সভাপতি সিকে খান্নার জায়গায় স্থায়ী সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন সৌরভ। দায়িত্ব নিয়ে ভারতের ঘরোয়া ক্রিকেট সহ অবকাঠামোর আমূল পরিবর্তন এনেছিলেন তিনি। যার মধ্যে অন্যতম ছিলো ক্রিকেটারদের পারশ্রমিক বৃদ্ধি।

Provaati
    দৈনিক প্রভাতী