বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপের আগে নিজেকে উপভোগ করছেন মেসি, জানালেন পরিকল্পনার কথা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০১  

বিশ্বকাপের-আগে-নিজেকে-উপভোগ-করছেন-মেসি-জানালেন-পরিকল্পনার-কথা

বিশ্বকাপের-আগে-নিজেকে-উপভোগ-করছেন-মেসি-জানালেন-পরিকল্পনার-কথা

মেসির জোড়া গোলে হন্ডুরাসকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের আগে নিজের এমন ফর্মে মেসি খুশি। সেই খুশিতে মেসি জানালেন বিশ্বকাপের আগে তিনি কী করতে চান সেই কথা।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায় নিজেদের দুই ম্যাচের প্রথমটি খেলতে নামে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে বড় জয়ই পায় দেশটি। তারপরই মেসি তার পরিকল্পনার কথা জানান।

মেসি বলেন ‘বিশ্বকাপ আসছে মানে বিপুল প্রত্যাশা, প্রবল উদ্দীপনা আর দুশ্চিন্তা। তবে একই সঙ্গে এটি শান্ত থাকারও সময়। এখনো কিছুটা সময় আছে। ক্লাব ফুটবলে আমাদের ভালো খেলতে হবে, যেন বিশ্বকাপের আগে সঠিক জায়গায় থাকতে পারি। এটা সত্যি যে আমরা এখন সমষ্টিগত হিসেবে, জাতীয় দল হিসেবে ভালো খেলছি। বিশ্বকাপ পর্যন্ত এভাবেই খেলে যেতে চাই।’

মেসি আরো বলেন, ‘আমাদের অনুভূতি আর সমর্থকদের অনুভূতি এক। তবে ওই যে বললাম, শান্তও থাকতে হবে। যদিও আমাদের ভালো একটা দল আছে, কিন্তু মনে রাখতে হবে, বিশ্বকাপ সব সময়ই বিশেষ কিছু! এখানে ধাপে ধাপে এগোতে হবে।’

খেলার দিকে মনোযোগী মেসি নিজে তার পথ হারাননি। সময়ের প্রয়োজনে ঠিকই নিজেকে খুঁজে পেয়েছেন তিনি। 

মেসি বলেন, ‘এ বছর ভিন্নভাবে ফিরেছি। ক্লাবে, লকার রুমে, খেলার মধ্যে, সতীর্থদের সঙ্গে আরও মানিয়ে নিয়েছি। আসলেই আমার এখন ভালো লাগছে। নিজেকে আবার উপভোগ করতে পারছি।’

Provaati
    দৈনিক প্রভাতী