সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশেষ টেলিফিল্ম ‘ভাঙন’

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ২৩ ১১ ০২  

বিশেষ-টেলিফিল্ম-ভাঙন

বিশেষ-টেলিফিল্ম-ভাঙন

একদিকে বন্যা অন্যদিকে দুধকুমার নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে দিশেহারা মানুষ। বন্যায় ঘরে ঘরে খাবার নেই। গ্রামের স্কুলগুলো সব বন্ধ হয়ে যায়। দুধকুমারপাড়ের একমাত্র স্কুলটিও বন্ধ ঘোষণা করা হয়। সেই অজুহাতে শিক্ষকদের বেতনও বন্ধ করে দেওয়া হয়।

এ কারণে রহিম মাস্টার আয় রোজগারের কোনো উৎস খুঁজে পায় না। রহিম মাস্টারের স্ত্রী নিপা এ-বাড়িতে ও-বাড়িতে গিয়ে কাজ খোঁজে আয় রোজগার না থাকাতে। রহিম মাস্টার স্কুল কমিটির কাছে ধরনা দিয়েও বকেয়া বেতন পান না।

ক্ষুধার যন্ত্রণায় তিনি, স্ত্রী নিপা, একমাত্র আদরের মেয়ে নাইমা মারাত্মক কান্না করে। সরকারের তরফ থেকে ত্রাণ দেওয়া হয়। কিন্তু রহিম মাস্টার ও তার স্ত্রী কোনো ত্রাণ পায় না। ত্রাণের টাকা আর খাবার মেরে দেয় গ্রামের হাসু চেয়ারম্যান। স্কুল মাস্টারদের বকেয়া বেতনের টাকাও মেরে দেয় হাসু চেয়ারম্যান।

এভাবেই এগিয়ে যায় টেলিফিল্ম ‘ভাঙন’র গল্প। রাজীব মণি দাসের রচনায় ও কাজী সাইফ আহমেদের পরিচালনায় ‘ভাঙন’ টেলিফিল্মে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রুনা খান, জুলফিকার চঞ্চল, ফরহাদ হায়দার, জাদু ফরিদসহ আরও অনেকে। বুধবার (১২ অক্টোবর) দুপুর ৩টায় টেলিফিল্মটি প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে।

Provaati
    দৈনিক প্রভাতী