মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিরাট দুঃসংবাদ পেলেন বুমরাহ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০২  

বিরাট-দুসংবাদ-পেলেন-বুমরাহ

বিরাট-দুসংবাদ-পেলেন-বুমরাহ

অক্টোবরে শুরু হবে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। তার আগে বিরাট এক দুঃসংবাদ পেলো ভারতীয় দল, যা দেশটির তারকা পেসার জাসপ্রিত বুমরাহ-র জন্যও স্বপ্নভঙ্গ ছাড়া আর কিছু না। পিঠের ইনজুরিতে ভারতের টি-২০ বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বুমরাহর পিঠে অনেকদিন ধরেই চোট সমস্যা রয়েছে। এই চোটের কারণে এশিয়া কাপেও খেলতে পারেননি ভারতীয় পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি তিনি।

সে সময় রোহিত শর্মা জানান, ছোট একটা চোট রয়েছে ভারতীয় পেসারের। এ অবস্থায় নতুন খবর- পিঠে মারাত্মক চোট রয়েছে বুমরাহর। ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে নিশ্চিত করেছে যে চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে। এর আগে চোটের কারণে টি-২০ বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজাও।

বুমরাহর বদলে কাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে সেটাই এখন ভাবছে ভারতীয় বোর্ড। ইনজুরির কারণে সবশেষ এশিয়া কাপে না খেললেও সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে খেলেন বুমরাহ। কিন্তু ফের চোটে তিনি।

Provaati
    দৈনিক প্রভাতী