শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ বিল কমিয়ে আনুন ৯ কৌশল 

প্রকাশিত: ৫ মে ২০২২ ১৪ ০২ ০১  

বিদ্যুৎ-বিল-কমিয়ে-আনুন-৯-কৌশল 

বিদ্যুৎ-বিল-কমিয়ে-আনুন-৯-কৌশল 

সম্পর্কিত খবর পারফিউম ছাড়াই ঘামের দুর্গন্ধ দূর করার কার্যকরী ছয় কৌশল   নিমিষেই বুকে জমে থাকা কফ দূর করার দারুণ কৌশল  নিমিষেই কাপড় থেকে রক্তের দাগ দূর করার সহজ পাঁচ কৌশল   গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিলও। বাতি, ফ্রিজ, কম্পিউটার, ওয়াশিং মেশিন, ওভেন, ব্লেন্ডার, আয়রন মেশিনসহ আরো অনেক কাজে বিদ্যুৎ খরচ হয়। আর তাতেই বাড়তে থাকে বিদ্যুৎ বিল। এই অবস্থায় খরচ সামলাতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন।

তবে নিজের খরচের কথা চিন্তা করে শুধু বিদ্যুতের বিল বাঁচাতে হবে এমন নয়, বিদ্যুৎও সংরক্ষণ করতে হবে। কিছু নিয়ম মেনে চললে এই বিলের খরচ কমানো যায়। চলুন জেনে নেয়া যাক বিদ্যুৎ বিল কমানোর ৯ কৌশল- 

>> মোবাইল চার্জার থেকে খোলার পর অবশ্যই সুইচ বন্ধ করতে হবে বেশিরভাগ সময় এসি রিমোট দিয়ে বন্ধ করার পর সুইচ বন্ধ করি না।এতেও কিছুটা অতিরিক্ত ইউনিট পোড়ে।

>> ব্যবহার করুন সিএফএল বা এলইডি লাইট। এসব লাইটের আলোয় ফিলামেন্টের তুলনায় সার্কিট ব্যবহার হওয়ায় বিদ্যুতের খরচ কমে।যেকোনো বৈদ্যুতিক যন্ত্র কেনার সময় স্টার রেটিংয়ে ভরসা রাখুন।

বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত! >> কোনো যন্ত্রের স্টার রেটিং বেশি হলে তার ইউনিট বাঁচানোর ক্ষমতাও ততোধিক। পুরনো তার, পুরনো যন্ত্র ব্যবহারে বিদ্যুৎ বিল বাড়ে। তাই দশ-পনেরো বছরের পুরনো যন্ত্র বা তার ব্যবহার না। আধুনিক যন্ত্র ব্যবহার করুন।

>> ঘন ঘন এসি চালু ও বন্ধ করবেন না। চালিয়ে কিছুক্ষণ পর বন্ধ করাই নিয়ম। রোদ পড়ে এমন জায়গায় এসির আউটলেট রাখবেন না। অনেকে মাথার উপরে একটি শেড করে দেন। এটিও ভুল ধারণা। এসি মেশিন রোদ-বৃষ্টির হাত থেকে বাঁচাতে ঢেকে রাখলে তাতে মেশিন খারাপ হয় তাড়াতাড়ি।

>> এসির তাপমাত্রা ২৪ ডিগ্রির নিচে নামাবেন না। তাতে বেশি ইউনিট খরচ হয়। দিনে এক ঘণ্টা করে বন্ধ রাখুন ফ্রিজ। যন্ত্রও বিশ্রাম পাবে, বিদ্যুৎও বাঁচবে।নিয়ম করে সব যন্ত্রেরই সার্ভিসিং করান সময় মতো। এতে যন্ত্র ভালো থাকে ও কম বিদ্যুৎ টানে।

Provaati
    দৈনিক প্রভাতী