রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিকেলের নাস্তায় চকলেটের পাটিসাপটা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৬ ০৪ ০২  

বিকেলের-নাস্তায়-চকলেটের-পাটিসাপটা

বিকেলের-নাস্তায়-চকলেটের-পাটিসাপটা

বাঙালি মানেই পিঠা ও পায়েসের ভরপুর আয়োজন। বিকেলের নাস্তায় কিংবা ছোট বড় সব উৎসবে থাকা চাই সুস্বাদু পিঠার আয়োজন।

বাহারি সব পিঠার ভীড়ে কখনো চকলেটের পাটিসাপটা খেয়ে দেখেছেন কি? পরিবার আর অতিথি আপ্যায়নে পাটিসাপটা পিঠার জুড়ি নেই।

যে কোনো সময় খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই চমৎকার পিঠাটি। চলুন তবে জেনে নেয়া যাক চকলেটের পাটিসাপটা তৈরির রেসিপিটি-  

উপকরণ: ময়দা-২৫০ গ্রাম, দুধ এক কাপ, সুজি ১০০ গ্রাম, চিনি ১০০ গ্রাম, সন্দেশ অথবা খোয়া ক্ষীর ১০০ গ্রাম, চকলেট একটি ও তেল এক কাপ। 

প্রণালী: প্রথমে চকলেট আর তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর একটা নন স্টিক ফ্রাইপ্যানে অল্প অল্প করে ব্যাটার দিয়ে তার মধ্যে একটা চকলেট টুকরা দিয়ে ফোল্ড করে নিন৷ চকলেট নিজে থেকেই গলে যাবে৷ তৈরি হয়ে গেল চকলেটের পাটিসাপটা৷ পরিবেশনের সময় চকলেটের টুকরা দিয়ে সাজিয়ে নিন৷

Provaati
    দৈনিক প্রভাতী