মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে নিথর হলেন কৃষক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ১১ ১১ ০১  

বাড়ির-পাশের-খালে-মাছ-ধরতে-গিয়ে-নিথর-হলেন-কৃষক

বাড়ির-পাশের-খালে-মাছ-ধরতে-গিয়ে-নিথর-হলেন-কৃষক

সম্পর্কিত খবর কিশোরগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রদীপ চন্দ্র বর্মণ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় ঝলসে যায় তার চাচাত ভাই স্বপন চন্দ্র বর্মনের হাত। 

রোববার বিকেলে উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত প্রদীপ বোদা সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মহেশ চন্দ্র বর্মনের ছেলে এবং আহত স্বপন একই গ্রামের মৃত কৃপানাথ বর্মনের ছেলে।

জানা যায়, রোববার বিকেলে বাড়ির পাশে খালে টানা জাল দিয়ে মাছ ধরতে যান প্রদীপ ও স্বপন। মাছ ধরার একপর্যায়ে শুরু হয় বৃষ্টি। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে অজ্ঞান হয়ে যান প্রদীপ। 

এ সময় স্বপন টুকরি নিয়ে দৌড়ে বাড়ির দিকে এলে ঝলসে যায় তার হাত। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা দুইজনকে উদ্ধার করে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রদীপকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ওসি সুজয় কুমার বলেন, বজ্রপাতে প্রদীপ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার চাচাত ভাই স্বপন।

Provaati
    দৈনিক প্রভাতী