শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৪ ১৪৩১ |   ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বাবরের দরকার ৫৬ রান

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১ ২১ ০৯ ০২  

বাবরের-দরকার-৫৬-রান

বাবরের-দরকার-৫৬-রান

টি-২০ বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান ভারতের বিরাট কোহলির। এই ফরম্যাটে ভারতের সাবেক অধিনায়ক কোহলিকে ছাড়িয়ে যেতে ৫৬ রান প্রয়োজন ইনফর্ম পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের।

২০১৪ বিশ্বকাপে ৬ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩১৯ রান করেছিলেন কোহলি।

কোহলিকে পেছনে ফেলতে ৫৬ রান দরকার বাবরের। বর্তমানে যে ফর্মে আছেন বাবর, তাতে ৫৬ রান খুব কঠিন নয় বাবরের কাছে। টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর।

চলমান বিশ্বকাপে ৫ ইনিংসের চারটিতে হাফ-সেঞ্চুরি করেছেন বাবর। রান করেছেন ২৬৪। ব্যাট হাতে যে গতিতে রান তুলছেন, তাতে কোহলিকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু নয়। আগামীকাল সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।

এক আসরে সর্বোচ্চ রানের দিক দিয়ে দ্বিতীয়স্থানে আছেন শ্রীলংকার তিলকরত্নে দিলশান। ২০০৯ সালে ৭ ইনিংসে ৩১৭ রান করেছিলেন তিনি।

Provaati
    দৈনিক প্রভাতী