বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাছাই পর্ব খেলা আমাদের জন্য মানসিক চাপ: জ্যোতি

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০১  

বাছাই-পর্ব-খেলা-আমাদের-জন্য-মানসিক-চাপ-জ্যোতি

বাছাই-পর্ব-খেলা-আমাদের-জন্য-মানসিক-চাপ-জ্যোতি

দুবাইয়ে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আজ বৃহস্পতিবার বিকালে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন, বাছাই পর্ব খেলা তাদের জন্য মানসিক চাপ। আর খেলতে চান না।

বৃহস্পতিবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন দলীয় অধিনায়ক জ্যোতি জানিয়েছেন, বিশ্বকাপে কোয়ালিফাই করার লক্ষ্য নিয়েই যাচ্ছেন তারা। তিনি বলেন, বাছাই পর্ব খেলা আমাদের জন্য মানসিক চাপ। আর বাছাই খেলতে চাই না। এরপর সরাসরি খেলতে চাই।

অধিনায়ক আরো বলেন, প্রথমত বলবো আমাদের উদ্দেশ্য থাকবে বিশ্বকাপ কোয়ালিফাই করা। লম্বা সময় ধরে আমরা ক্রিকেট খেলছি। আমাদের ব্যাটার বা পুরো টিম যদি ভালো করে তাহলে আমরা এখানে ভালো করতে পারবো।

কন্ডিশনের বিষয়ে জ্যোতি বলেন, কন্ডিশন চিন্তা করেই বোর্ড আমাদের আগেই সেখানে নিয়ে যাচ্ছে। দুবাইয়ের কন্ডিশন আমাদের থেকে কিছুটা ভিন্ন।

নারী ক্রিকেট দলের চমক অলরাউন্ডার মারুফাকে নিয়ে জ্যোতি বলেন, ও নিজের যোগ্যতায় এতদূর আসছে। ওর এটা প্রথম ট্যুর। ওকে যা বলা হয় ও তা করে দেখায়। ওর প্রতি আমার বিশ্বাস আছে। ও ভালো করবে।

Provaati
    দৈনিক প্রভাতী