শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৪ ১৪৩১ |   ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশে আসছে না মালয়েশিয়া হকি টিম

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১ ১২ ১২ ০১  

বাংলাদেশে-আসছে-না-মালয়েশিয়া-হকি-টিম

বাংলাদেশে-আসছে-না-মালয়েশিয়া-হকি-টিম

ঢাকায় আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে মালয়েশিয়া। 

মালয়েশিয়া জাতীয় হকি দলের একজন খেলোয়াড়ের করোনা পজিটিভ এসেছে। করোনা পজিটিভ এলে মালয়েশিয়ার নিয়মানুযায়ী, গোটা দলকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ নিয়মের ফলে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করেছে মালয়েশিয়া হকি দল। 

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, মালয়েশিয়া গতকাল থেকেই আমাদের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলে আসছিল। কোয়ারেন্টাইন শেষ করে তারা এলে আমরা যথাসময়ে টুর্নামেন্ট শেষ করতে পারব না। তারা কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করার জন্য মালয়েশিয়ান রাজার কাছে আবেদন করেছিল। রাজা সে আবেদন প্রত্যাখ্যান করেছেন। বিষয়টি আমরা এশিয়ান হকি ফেডারেশনকে জানিয়েছি।

এরই মধ্যে মালয়েশিয়াকে বাদ দিয়ে টুর্নামেন্টের নতুন সূচি করা হয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল মালয়েশিয়ার বিপক্ষেই। এখন ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য দেশগুলো হচ্ছে- জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও পাকিস্তান। জাপান, ভারত ও পাকিস্তান ঢাকায় এসে অনুশীলন শুরুও করেছে।

Provaati
    দৈনিক প্রভাতী