বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশের কিংবদন্তিদের হেসেখেলে হারালো ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০২  

বাংলাদেশের-কিংবদন্তিদের-হেসেখেলে-হারালো-ওয়েস্ট-ইন্ডিজ-লিজেন্ডস

বাংলাদেশের-কিংবদন্তিদের-হেসেখেলে-হারালো-ওয়েস্ট-ইন্ডিজ-লিজেন্ডস

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর আরেকটি আসর মাঠে গড়িয়েছে শনিবার। প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ লিজেন্ডস। যেখানে হেসেখেলে জিতেছে ক্যারিবিয়ান কিংবদন্তিরা।

প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে অল আউট হওয়ার আগে ৯৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ লিজেন্ডস। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। বল বাকি ছিল ২৮টি।

উইন্ডিজের হয়ে রান তাড়া করতে নামেন ডোয়াইন স্মিথ ও ডেভ মোহাম্মদ। ১৫ রানের মাথায় প্রথম আঘাত হানেন বাংলাদেশের আব্দুর রাজ্জাক। তার বলে লেগ বিফোরের শিকার হওয়ার আগে ডেভ করেন ৪ রান।

এরপর নারসিং ডিওনারিন ও স্মিথ মিলে দলকে জয়ের পথে এগিয়ে নেন। ডলার মাহমুদের বলে ৮ রান করে আউট হন নারসিং। এর কিছু পরই অর্ধশতকের দেখা পান স্মিথ। অলক কাপালি যখন তাকে ফেরান, ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের জয় অনেকটাই নিশ্চিত।

স্মিথ ৫১ রান করেন। ড্যানজা হায়াত ফেরেন ১ রানে। কার্ক এডওয়ার্ডস ও উইলিয়াম পারকিন্স মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত তারা অপরাজিত থাকেন যথাক্রমে ২২ ও ৯ রানে। 

বাংলাদেশ লিজেন্ডসের হয়ে রাজ্জাক, কাপালী ও ডলার একটি করে উইকেট শিকার করেন।

এর আগে কানপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শাহাদাত হোসেন। তবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশের কিংবদন্তিরা।

পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ ২৫ রান যোগ করেন অলোক কাপালি ও ধীমান ঘোষ। ধীমান করেন সর্বোচ্চ ২২ রান। এছাড়া অলোক ১৯, আফতাব আহমেদ ও আব্দুর রাজ্জাক ১৩ রানের ইনিংস খেলেন।

ব্যাটারদের আর কেউ দুই অংকের ইনিংস খেলতে না পারায় বড় হয়নি বাংলাদেশ লিজেন্ডসের স্কোর। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিসমার সান্তোকি তিনটি, সুলেমান বেন ও ডেভ মোহাম্মদ দুটি করে উইকেট শিকার করেন।

মোট আট দল নিয়ে আয়োজিত হচ্ছে এবারের এই টুর্নামেন্ট। রায়পুর, ইন্দোর ও দেহরাদুনের ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনালসহ ১ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে দেহরাদুনে।

বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টের অন্য ৭টি দল হলো ইন্ডিয়া লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস, শ্রীলংকা লিজেন্ডস, ইংল্যান্ড লিজেন্ডস ও নিউজিল্যান্ড লিজেন্ডস। এতে প্রথমবারের মতো অংশ নিবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

Provaati
    দৈনিক প্রভাতী