বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশের আরিফুল খেলবেন পাকিস্তানের লিগে 

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ১২ ১২ ০১  

বাংলাদেশের-আরিফুল-খেলবেন-পাকিস্তানের-লিগে 

বাংলাদেশের-আরিফুল-খেলবেন-পাকিস্তানের-লিগে 

আরিফুল ইসলামের বয়স ১৮ পেরোয়নি এখনো। অথচ তার আগেই বিদেশি লিগে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। সবশেষ যুব বিশ্বকাপে দুই সেঞ্চুরি হাঁকানো বাংলাদেশের আরিফুল এবার পাকিস্তান জুনিয়র টি-২০ লিগে (পিজেএল) খেলতে যাচ্ছেন। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পিজেএল ড্রাফটে ‘প্রিমিয়ার’ ক্যাটাগরি থেকে মিডল অর্ডার ব্যাটসম্যান আরিফুলকে দলে নিয়েছে গুজরানওয়ালা জায়ান্টস।

কিছুদিন আগে যুব বিশ্বকাপ মাতানো এই ক্রিকেটারের নাম ছিল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের ড্রাফটেও। সেখানে দল না পেলেও পাকিস্তান জুনিয়র লিগে ঠিকানা খুঁজে পেয়েছেন তিনি।

আসন্ন পিজেএল-এ আরিফুল খেলবেন গুজরানওয়ালা জায়ান্টসের হয়ে। এই দলের কোচিং প্যানেলে রয়েছে একঝাঁক তারকা পাকিস্তানি ক্রিকেটাররা। যেমন দলটির মেন্টর হিসেবে আছেন বর্ষীয়ান অলরাউন্ডার শোয়েব মালিক। হেড কোচের দায়িত্বে থাকবেন ইজাজ আহমেদ, বোলিং কোচ হিসেবে দেখা মিলবে আইজাজ চিমার।

পাকিস্তান জুনিয়র লিগে প্লেয়ার্স ড্রাফটের বিদেশি খেলোয়াড়ের তালিকায় ছিলেন ১৭৫ জন। সেখান থেকে মাত্র ২৪ জন খেলার সুযোগ পাচ্ছেন। আরিফুল ছাড়াও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ড্রাফটে আরও ছিলেন আব্দুল্লাহ আল মামুন, জিসান আলম, নাইমুর রহমান নয়ন, প্রান্তিক নওরোজ নাবিল। বাকিরা কেউ দল পাননি।

প্রথমবারের মত ৬ দল নিয়ে জুনিয়র টি-২০ ফরম্যাটের এই আসর শুরু হচ্ছে পাকিস্তানে। প্রতিযোগিতার ছয়টি দল হলো-বাহাওয়ালপুর রয়্যালস, গুজরানওয়ালা জায়ান্টস, গওয়াদার শার্কস, হায়দরাবাদ হান্টার্স, মারদান ওয়ারিয়র্স, রাওয়ালপিন্ডি রাইডার্স।

Provaati
    দৈনিক প্রভাতী