সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল তাহসিনের

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০২  

বন্ধুকে-বাঁচাতে-গিয়ে-প্রাণ-গেল-তাহসিনের

বন্ধুকে-বাঁচাতে-গিয়ে-প্রাণ-গেল-তাহসিনের

কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে মোহাম্মদ তাহসিন গোসল করতে নামেন। এক বন্ধুকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধার করতে সমুদ্রে ঝাঁপ দেন তাহসিন। ঐ বন্ধু বেঁচে গেলেও ঢেউয়ে ভেসে যান তাহসিন। পরে সমুদ্র সৈকত থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে থেকে মোহাম্মদ তাহসিনের লাশ উদ্ধার করা হয়। এর আগে, একইদিন সকাল ৭টার দিকে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। মৃত তাহসিন কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা শহরের কাসেমুল উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, তাহসিনসহ চার বন্ধু শুক্রবার ভোরে কক্সবাজার পৌঁছান। তাদের মধ্যে তিন বন্ধু সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে সকাল ৭টার দিকে ফয়সাল নামে এক বন্ধু সাগরে ডুবে যেতে থাকে। এ সময় তাহসিন বন্ধু ফয়সালকে উদ্ধার করতে সমুদ্রে ঝাঁপ দেন। কিন্তু ফয়সাল তীরে উঠতে পারলেও তাহসিন ঢেউয়ের টানে ভেসে যান সমুদ্রের গভীরে। পরে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী