বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের চালককে হত্যার পর মিশুক ছিনতাই

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ২২ ১০ ০১  

ফের-চালককে-হত্যার-পর-মিশুক-ছিনতাই

ফের-চালককে-হত্যার-পর-মিশুক-ছিনতাই

নারায়ণগঞ্জের বন্দরে মিশুকচালক ফেরদৌস হোসেন হত্যা ঘটনার রেশ এখনো কাটেনি। এরমধ্যে আবারো এক চালককে গলা কেটে হত্যার পর মিশুক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের নরপদী এলাকার একটি ধানক্ষেত থেকে হাত-পা ও মুখ বাধা অবস্থায় কায়েস (১৫) নামের এক মিশুক চালকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত কায়েস চারদিন আগে নিখোঁজ হন। তিনি নাসিক ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ কদমরসুল অলিম্পিক হাউজিং এলাকার আবুল কাশেমের ছেলে।

গত বুধবার ভোর ৬টায় মিশুক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। এ ব্যাপারে নিহত মিশুক চালকের মা শারমিন বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন।

শারমিন বেগম জানান, তার ছেলে কায়েস জীবিকার তাগিদে বন্দরের উত্তর নোয়াদ্দা এলাকার সফিক মিয়ার মিশুকটি দীর্ঘদিন ধরে ভাড়ায় চালিয়ে আসছিলেন। গত বুধবার ভোর ৬টায় প্রতিদিনের মতো কায়েস মিশুক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে গত বৃহস্পতিবার বন্দর থানায় জিডি করেন।

তিনি জানান, পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারেন ছেলের মিশুকটি তার মালিক সফিক মিয়া গত বৃহস্পতিবার মদনপুর এলাকা থেকে উদ্ধার করে। এরপর শনিবার এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তিনিসহ আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে।

এর আগে গত রোববার একই স্থানে একইভাবে ফেরদৌস হোসেন নামে এক চালককে হত্যা করে মিশুক ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ মিশুক উদ্ধার ও মূল আসামিসহ চারজনকে আটক করে।

Provaati
    দৈনিক প্রভাতী