সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের চট্টগ্রাম আবাহনীর কোচ হলেন টিটু

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ২২ ১০ ০২  

ফের-চট্টগ্রাম-আবাহনীর-কোচ-হলেন-টিটু

ফের-চট্টগ্রাম-আবাহনীর-কোচ-হলেন-টিটু

চলতি মৌসুমে চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব নিয়েছেন দেশের অভিজ্ঞ ও জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটু। ক্লাবটির সাথে মৌখিক কথাবার্তা চূড়ান্ত। দুয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হবে দুই পক্ষের। 

চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার রুহুল আমিন কোচ হিসেবে টিটুর যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। 

চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্ব নিয়ে দেশের শীর্ষ এ কোচ বলেন, ‘আমার সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত। এখন চুক্তি করা বাকী। প্রতিটি দলেই একটা চ্যালেঞ্জ  কাজ করে। এখানেও চ্যালেঞ্জ রয়েছে। নিজের সর্বোচ্চটা দিয়ে চট্টগ্রাম আবাহনীর সেরা ফল এনে দিতে চাই।’

সাইফুল বারী টিটু এর আগে ২০১৭ সালে একবার চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্ব পালন করেন । ওই বছর তার নেতৃত্বে দলটি ফেডারেশন কাপ রানার্সআপ হয়েছিলো এবং প্রিমিয়ার লিগে হয়েছিল তৃতীয়। তবে লিগের ৩ ম্যাচ বাকি থাকতে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছিলেন।

চট্টগ্রাম আবাহনীর এ মৌসুমের দল নিয়ে সাইফুল বারী টিটু বলেন, 'ওরা দল আগেই ঠিকঠাক করেছে। আমি যতটুকু খোঁজ নিয়েছি তাতে দল খারাপ হয়নি। ভালো মানের বিদেশি নিতে পারলে ফলাফল ভালো হবে আশা করছি।'

গত মৌসুমে লিগে চট্টগ্রাম আবাহনী সপ্তম হয়। মারুফের পর্যায়ে চট্টগ্রাম আবাহনীকে রাখতে হলে টিটুর প্রয়োজন ভালো মানের বিদেশি খেলোয়াড়। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘গত মৌসুমের অনেক খেলোয়াড়ই নেই। কয়েকজন রয়েছেন আবার, তবে নতুনরাও যোগ হয়েছেন। বিদেশিদের সঙ্গে যোগাযোগ চলছে। আশা করি একটা ভারসাম্য দলই হবে চট্টগ্রাম আবাহনী।’

কিছু দিনের মধ্যে চট্টগ্রাম আবাহনীর অনুশীলনে যোগ দেবেন সাইফুল বারী টিটু। তিনি একটি কোচিং কোর্সের মধ্যে রয়েছেন। সেই কোর্স শেষ হলেই মাঠের অনুশীলন শুরু করবেন। এর আগে তার সহকারী জাহাঙ্গীর খেলোয়াড়দের অনুশীলন করাবেন তার নির্দেশনা অনুযায়ী।

গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন দেশের আরেক অভিজ্ঞ কোচ মারুফুল হক। এবার তিনি শেখ জামালের দায়িত্ব নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

Provaati
    দৈনিক প্রভাতী