শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের ইনজুরিতে ডি মারিয়া, খেলতে পারবেন না ইউসিএল ম্যাচ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০১  

ফের-ইনজুরিতে-ডি-মারিয়া-খেলতে-পারবেন-না-ইউসিএল-ম্যাচ

ফের-ইনজুরিতে-ডি-মারিয়া-খেলতে-পারবেন-না-ইউসিএল-ম্যাচ

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পিএসজির বিপক্ষে খেলতে পারবেন না ইনজুরিতে পড়া জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। সিরি আ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে প্যারিসে ফেরা হলো না সাবেক এই পিএসজির তারকার।  

শনিবার ফিওরেন্টিনার সাথে সিরি আ লিগে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে প্রথমার্ধের পর তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। আর্জেন্টাইন এই উইঙ্গারের ইনজুরি নিয়ে অবশ্য জুভেন্টাসের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

তবে পার্ক ডি প্রিন্সেসে গ্রুপ-এইচ’র ম্যাচটিতে ডি মারিয়াকে দলে রাখা হয়নি। জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেছেন, পিএসজির বিপক্ষে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দলের বাইরে রাখা হয়েছে।

৩৪ বছর বয়সী ডি মারিয়া গত মাসে জুভেন্টাসের জার্সি গায়ে অভিষিক্ত ম্যাচেই থাইয়ের ইনজুরিতে পড়েছিলেন। সেই ইনজুরি কাটিয়ে সদ্যই তিনি মাঠে ফিরেছিলেন। এ মৌসুমে পিএসজি ছেড়ে জুভেন্টাসের যোগ দেন এই তারকা উইঙ্গার। 

এদিকে গত সপ্তাহে স্পেজিয়ার বিপক্ষে গোঁড়ালির ইনজুরিতে পড়ায় পোলিশ গোলরক্ষক ওজিচে সিজিসনিরও পিএসজরি বিপক্ষে মাঠে নামা হচ্ছে না। 

তবে পিএসজির সাবেক তিন খেলোয়াড় আদ্রিয়েন রাবোয়িত, লিয়ান্দ্রো  পারডেস ও মোয়েস কিনকে ঠিকই প্যারিস সফরের জন্য দলভূক্ত করেছেন আলেগ্রি।

Provaati
    দৈনিক প্রভাতী