বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেনীতে যুবদল-ছাত্রদলের ১৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর 

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০১  

ফেনীতে-যুবদল-ছাত্রদলের-১৪-নেতাকর্মীর-জামিন-নামঞ্জুর 

ফেনীতে-যুবদল-ছাত্রদলের-১৪-নেতাকর্মীর-জামিন-নামঞ্জুর 

ফেনীতে পুলিশের করা মামলায় যুবদল ও ছাত্রদলের ১৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

তারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়ে সোমবার দুপুরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। ফেনীর জেলা ও দায়রা জজ ইমরান সালেহ তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন মাস্টার, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, দাগনভূঞা পৌর যুবদলের আহ্বায়ক ভিপি ইমাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, দিদারুল আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফজলে রাব্বী, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম পাটোয়ারী ইবু, যুবদল নেতা ফজলুল হক মুন্না এবং মামুন।

ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী ১৪ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফেনী জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি, ছাত্রদল ও যুবদলের দুই থেকে আড়াইশ’ নেতাকর্মী জড়ো হয়ে ছাত্রলীগের মিছিলের পেছনের অংশে হামলা করেন। এতে তিন ছাত্রলীগ কর্মী আহত হন। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জন আসামিকে করে মামলা করে।

Provaati
    দৈনিক প্রভাতী