বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফাইনালে পাকিস্তানের হারের কারণ জানালেন বাবর

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০২  

ফাইনালে-পাকিস্তানের-হারের-কারণ-জানালেন-বাবর

ফাইনালে-পাকিস্তানের-হারের-কারণ-জানালেন-বাবর

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত ফাইনালে শ্রীলংকার কাছে ২৩ রানে হেরে তৃতীয়বারের মত এশিয়া কাপের শিরোপা জয় থেকে বঞ্চিত হয় পাকিস্তান। ম্যাচ হারার পেছনে বেশ কিছু জিনিসকে দায়ী করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। 

ফাইনালের মঞ্চে পাকিস্তানের শুরুটা ছিলো দুর্দান্ত। ফাইনালের বড় ফ্যাক্টর ছিল ‘টস’ জেতা। এরপর বল হাতে নেমে ৫৮ রানের মধ্যে শ্রীলংকার পাঁচ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে চালকের আসনেই ছিল পাকিস্তান। 

কিন্তু শ্রীলংকা ইনিংসের শেষ দিকে বাজে ফিল্ডিং, ক্যাচ মিস করে পাকিস্তানের ফিল্ডাররা। ফাইনালের সেরা ভানুকা রাজাপাকসের ক্যাচ ফেলেন শাদাব খান। তখন ৪৬ রানে ছিলেন রাজাপাকসে। শেষ পর্যন্ত ৪৫ বলে অপরাজিত ৭১ রান করেন তিনি।

শেষ পর্যন্ত ধ্বংসস্তুপ থেকে উঠে ১৭০ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। ১৭১ রানের টার্গেটে ১৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ৯৩ রান। কিন্তু পরের দিকে মিডল-অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ১৪৭ রানে অলআউট হয়ে হার বরণ করে পাকিস্তান।

মাত্র ৫৪ রানে শেষ ৮ উইকেট হারায় পাকিস্তান। ফাইনালে হারের জন্য বাজে ফিল্ডিং ও ব্যাটাদের বাজে পারফরমেন্সকে দুষছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

বাবর বলেন, ‘প্রথমেই শ্রীলংকাকে অভিনন্দন। দুর্দান্ত ক্রিকেট খেলেছে তারা। বিশেষ করে শুরুতে আমরা যেভাবে চেপে ধরেছিলাম, একটা জুটিই তাদের চাপ থেকে বের করে নিয়েছে। এটি একটি ভালো উইকেট ছিল এবং দুবাইয়ে খেলা সব সময় ভালো লাগে।’

এরপর তিনি বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। ১৫-২০ রান অতিরিক্ত দিয়েছিলাম এবং আমরা যেভাবে চেয়েছি, সেভাবে শেষ করতে পারিনি।’

বাবর যোগ করেন, ‘টুর্নামেন্ট থেকে অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি। তবে আজ আমাদের ফিল্ডিং খুবই খারাপ ছিল, খুবই বাজে হয়েছে। আমাদের মিডল অর্ডাররা যেভাবে চেয়েছিলাম, সেভাবে ভালো করতে পারেনি।’

তিনি আরো বলেন, ‘ব্যক্তিগত কিছু ভালো পারফরমেন্স ছিলো। যেমন- মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, মোহাম্মদ নাওয়াজ আমাদের জন্য ইতিবাচক ছিলেন। উত্থান-পতন থাকবে। তবে আমাদের ভুলগুলো কমাতে হবে।’

Provaati
    দৈনিক প্রভাতী