বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফাইনালে উঠার মিশনে মাঠে নামছে সাবিনারা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৩ ০১ ০২  

ফাইনালে-উঠার-মিশনে-মাঠে-নামছে-সাবিনারা

ফাইনালে-উঠার-মিশনে-মাঠে-নামছে-সাবিনারা

সাফের পাঁচ আসর পর এবার ফাইনালে উঠার পথে খেলতে নামবে সাবিনারা। দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় শুরু হবে ফাইনালে ওঠার ম্যাচটি। প্রতিপক্ষ ভূটান।

ভুটানকে খাটো করে দেখছেন না কোচ গোলাম রব্বানী ছোটনও, ‘সাবিনারা পুরোপুরিভাবে ম্যাচ খেলার জন্য প্রস্তুত। আমরা ভুটানকে খাটো করে দেখছি না।’ 

ভুটানকে সমীহ করছেন অধিনায়ক সাবিনাও, তিনি বলেন, ‘আমার মনে হয়, ভুটান আগের তুলনায় এখন অনেক ভালো দল। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দেওয়ার।’

ডান পায়ে ব্যান্ডেজ বেঁধে অনুশীলন করেছেন ডিফেন্ডার আঁখি খাতুন। ব্যথায় কিছুটা কাতর ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নাও। তবে এসব বাধা হতে পারবে না ভুটানকে হারাতে, ‘স্বপ্নার কাফ মাশলে একটু ব্যথা আছে। আজ ওয়ার্মআপের পরে ওকে বিশ্রাম দিয়েছি, যাতে করে আগামীকাল খেলতে পারে। বাকি সবাই ভালো আছে।’

বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে খুবই দুর্বল ভুটান। তিনবারের দেখায় একটি গোলও সাবিনাদের জালে প্রবেশ করাতে পারেনি তারা। 

২০১০ সাফে ৯-০, ২০১২ সালে ১-০ এবং ২০১৯ সালে ২-০ গোলে ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ। 

সেসব এখন অতীত। কারণ দ্বিতীয়বারের মতো সাফে খেলতে আসা ভুটানের চোডেনের কথা, ‘আমরা জয়লাভ করতে পারলে অনুপ্রাণিত হব। আশা করি আজ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’ 
 

Provaati
    দৈনিক প্রভাতী