মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ফলের জুস’ খাইয়ে অটোসহ সর্বস্ব লুট করল ছিনতাইকারীরা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০১  

ফলের-জুস-খাইয়ে-অটোসহ-সর্বস্ব-লুট-করল-ছিনতাইকারীরা

ফলের-জুস-খাইয়ে-অটোসহ-সর্বস্ব-লুট-করল-ছিনতাইকারীরা

মেহেরপুরে পৃথক স্থানে চালককে ফলের জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে দুটি বিদ্যুতচালিত অটো ছিনতাই করেছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা।

মেহেরপুর জেলা প্রশাসকের সামনের সড়ক ও মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বিসিক শিল্পনগরীর সামনে রাস্তায় অটো ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোবাইকের মালিক গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের এনায়েত হোসেনের ছেলে দুলাল হোসেন (৫০) ও সদর উপজেলার বসন্তপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে শিমুল হোসেন (২৮) বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনো তাদের জ্ঞান ফেরেনি।

দুলাল হোসেনের বোন স্কুল শিক্ষক বেলি খাতুন বলেন, সকাল ৮টার দিকে দুলাল হোসেন বাড়ি থেকে বের হয়ে যান। দুপুরের দিকে আমরা খবর পাই। এসে হাসপাতালে অচেতন অবস্থায় তাকে পেয়েছি। কাছে থাকা মোবাইল ও কিছু টাকা ছিল সেগুলোও নিয়ে গেছে ছিনতাইকারীরা।

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে বিসিক শিল্পনগরীর সামনে অচেতন অবস্থায় দুলাল হোসেনকে দেখতে পেয়ে পথচারীরা হাসপাতালে নিয়ে আসেন। মেহেরপুর কোর্টের সামনের সড়ক থেকে অচেতন অবস্থায় শিমুলকে উদ্ধার করে হাসপাতালে নেন।

শিমুলের সামান্য জ্ঞান ফেরার পর বলেন, দুইজন দাড়িওয়ালা ব্যক্তি ফলের জুস খাওয়ানোর পর আমার আর কিছু মনে নেই।

মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সউদ কবীর বলেন, তাদের সজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয়েছে। জ্ঞান ফিরবে কিছুক্ষণের মধ্যে। ধারণা করা হচ্ছে- তাদের চেতনানাশক জাতীয় কিছু খাওয়ানো হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী