রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফর্সা হওয়ার অদ্ভুত উপায় ‘ইনজেকশন’

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১০ ১০ ০১  

ফর্সা-হওয়ার-অদ্ভুত-উপায়-ইনজেকশন

ফর্সা-হওয়ার-অদ্ভুত-উপায়-ইনজেকশন

গায়ের রঙ ফর্সা করতে কত কিছুই না করেন। কিন্তু অবাক হবেন ফর্সা হওয়ার এই অদ্ভুত উপায়টি সম্পর্কে জানলে। ইনজেকশন  দিয়েও গায়ের রঙ ফর্সা করতে পারেন, তাও খুব সহজেই। চলুন তবে জেনে নেয়া যাক এই সম্পর্কে-  

ত্বকের রং নিয়ে সন্তুষ্ট না হলে গ্লুটাথায়ান ইনজেকশনের সাহায্যে ফর্সা হওয়া সত্যি সম্ভব। ১৫ দিন বা এক মাস অন্তর এই ইনজেকশন ছ’মাস পর্যন্ত নিতে হয়। এতে মেলানোসাইট থেকে মেলানিনের উৎপাদন কমে যায়। এই সময়ের মধ্যেই ত্বকের রং উজ্জ্বল হতে শুরু করে।

তবে কয়েক বছর অন্তর এই চিকিৎসা পুনরায় করাতে থাকলে শারীরবৃত্তীয় পরিবর্তন পুরোপুরি হয়ে তার দেহের রঞ্জক ইউমেলানিন থেকে ফিওমেলানিনে রূপান্তরিত হয়ে যেতে পারে। না হলে ইনজেকশন নেয়া শেষ হওয়ার পর ছ’মাস পর্যন্ত কিছু ওষুধ খেতে দেয়া হয়। ওষুধ খেলে ও রোদে কম বের হলে কয়েক বছর স্কিন উজ্জ্বল থাকবে। তারপর উজ্জ্বলতা একটু কমে গেলেও আগের মতো একদম চাপা রং আর হবে না।



দৈনিক প্রভাতী/এএ

Provaati
    দৈনিক প্রভাতী