সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রেমিকের বাড়িতে জিম্মায় থাকা সেই প্রেমিকার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১১ ১১ ০২  

প্রেমিকের-বাড়িতে-জিম্মায়-থাকা-সেই-প্রেমিকার-মরদেহ-উদ্ধার

প্রেমিকের-বাড়িতে-জিম্মায়-থাকা-সেই-প্রেমিকার-মরদেহ-উদ্ধার

সম্পর্কিত খবর স্বামীর বাসা থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কিশোরী মারুফার সঙ্গে হৃদয় পহলানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রেমের সম্পর্কের জেরে হৃদয় ও মারুফা একটি বাগানে দেখা করতে যান। কিন্তু সেখান বাধে বিপত্তি। বাগান থেকে তাদের আটক করে স্থানীয়রা। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় হৃদয়ের বাড়িতে চাচা সোনা মিয়া ও বড় ভাই সোলেমানের কাছে প্রেমিকা মারুফাকে জিম্মায় রাখা হয়। পরে মারুফার ছোট বোন মারিয়া (১২) সকালে বাড়ির পুকুর পাড়ে গেলে মারুফার মরদেহ দেখতে পায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক হৃদয়কে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলীতে। শুক্রবার বেথিপাড়া নিজ বাড়ির পুকুর পাড় থেকে তার মরদেহ দ্ধার করা হয়। তবে ওই প্রেমিকার পরিবারের দাবি, তাকে নির্যাতন শেষে হত্যা করে মরদেহ পুকুর পাড়ে রাখা হয়েছে। মৃত মারুফার উপজেলার ছোটবগী ইউনিয়নের বেথিপাড়া এলাকার মৃত হানিফ হাওলাদারের মেয়ে। আটক হৃদয় পার্শ্ববর্তী গ্রামের সুলতান পহলানের ছেলে।

জানা গেছে, মারুফার সঙ্গে হৃদয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদয় ও মারুফা ঠাংপাড়া এলাকায় একটি বাগানে দেখা করতে যায়। সেখান থেকে স্থানীয়রা তাদের আটক করেন। পরে উভয়কে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় হৃদয়ের বাড়িতে চাচা সোনা মিয়া ও বড় ভাই সোলেমানের কাছে মারুফাকে জিম্মায় রাখা হয়। পরে মারুফার ছোট বোন মারিয়া (১২) সকালে বাড়ির পুকুর পাড়ে গেলে মারুফার মরদেহ দেখতে পান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক হৃদয়কে আটক করেছে পুলিশ। তবে মরদেহ উদ্ধারের পর থেকেই পলাতক রয়েছেন জিম্মাদার হৃদয়ের চাচা সোনা মিয়া ও ভাই সোলেমান হোসেনসহ তাদের পরিবারের সবাই।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান।

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা পাঠানো হয়েছে। এ ঘটনায় হৃদয়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির টিম এসেছে। তারা তদন্ত করছেন। তদন্ত করে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

Provaati
    দৈনিক প্রভাতী