সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রথমবারের মতো সিঁদুর খেললেন অপু

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ২২ ১০ ০২  

প্রথমবারের-মতো-সিঁদুর-খেললেন-অপু

প্রথমবারের-মতো-সিঁদুর-খেললেন-অপু

কলকাতার দুর্গাপূজা মণ্ডপে প্রথমবারের মতো সিঁদুর খেললেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।

বুধবার বিজয়া দশমীর দিন সকালের দিকে পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার কাঁকুড়গাছি যুবকবৃন্দ পূজা মণ্ডপে সিঁদুর খেলেন অপু। সঙ্গে ছিলেন তৃতীয় লিঙ্গের মুখ অধ্যাপিকা মানবী বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অস্ত্রশিল্পীসহ ক্লাবের মহিলারা। 

এসময় অপু যেমন অন্যের গালে মুখে সিঁদুর মাখিয়ে দেন ঠিক তেমনিভাবে অন্যরাও সিঁদুর মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। মিষ্টিমুখও করেন তারা। 

৯৩তম বর্ষে কাঁকুড়গাছি যুবকবৃন্দ’র এবারের থিম রূপ অন্তর। মূলত তৃতীয় লিঙ্গের মানুষদের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে এবারের থিম হিসেবে। এই থিমের ভাবনা শিল্পী সোমনাথ মুখার্জির, যদিও এই থিমের ইন্সপিরেশন হিসাবে কাজ করেছেন প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ। প্রতিমা শিল্পী কুমোরটুলি পরিমল পাল।

পরে এক প্রশ্নের উত্তরে অপু বলেন, এটা আমার কাছে মনে হয় আমার পাশের দেশ, আমার বন্ধু দেশ তাই আলাদা করে মনে হয় না অন্য কোথাও এসেছি। আর সিঁদুর খেলা আসলেই একটা অন্যরকম অনুভূতি, ছোটবেলায় দেখেছি মায়েরা সিঁদুর খেলতো সিঁদুর নিচে পড়ে গেলে আমরা তুলে মুখে মাখতাম, আমাদের কেউ দিত না। আজকে নিজেই সিঁদুর খেলছি, খুব ভালো লাগছে। 

তিনি আরো বলেন, বাংলাদেশে আমার সেভাবে কখনো সিঁদুর খেলা হয়নি। এই প্রথমবার আমি নিজে সিঁদুর খেললাম। আগে মায়েরা খেলেছিল তখন মায়ের সঙ্গে যোগ দিয়েছিলাম। কলকাতাতেই এই প্রথম সিঁদুর খেলা বলেও জানান তিনি।

নিজের সিনে ক্যারিয়ার বিষয়ে প্রশ্ন করলে অপু বিশ্বাস বলেন, গেলে দু বছর আমরা কোভিডের জন্য পিছিয়ে ছিলাম, এই বছরের ফেব্রুয়ারিতে আমার শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ রিলিজ  হয়েছে, গত মাসে আমার তিনটা সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে একটা এপার বাংলায়। এই মাসেই আর একটা সিনেমা রিলিজ হওয়ার কথা রয়েছে,কোভিডের পর আমরা আবার কাজে ফিরছি এখন ব্যস্ততা বাড়ছে।

Provaati
    দৈনিক প্রভাতী