মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুরস্কার নেয়ার আগে মাটিতে লুটিয়ে পড়া শামীমার সর্বশেষ অবস্থা জানালেন বিসিবি চিকিৎসক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০২  

পুরস্কার-নেয়ার-আগে-মাটিতে-লুটিয়ে-পড়া-শামীমার-সর্বশেষ-অবস্থা-জানালেন-বিসিবি-চিকিৎসক

পুরস্কার-নেয়ার-আগে-মাটিতে-লুটিয়ে-পড়া-শামীমার-সর্বশেষ-অবস্থা-জানালেন-বিসিবি-চিকিৎসক

আজ (শনিবার) থেকে সিলেটে শুরু হয়েছে নারী এশিয়া কাপ। যেখানে প্রথম ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের নারীরা। নতুন ভেন্যুতে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

এদিন ব্যাট হাতে আলো ছড়ানোয় ম্যাচসেরার পুরস্কার জেতেন ওপেনার শামীমা সুলতানা। ম্যাচ শেষে পুরস্কার গ্রহণ করতে এসে বিপত্তির মুখে পড়েন তিনি। পুরস্কার নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এই ব্যাটার।

তৎক্ষণাৎ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি গিয়ে শামীমার পাশে বসে পড়েন ও সেবা করেন। এমতাবস্থায় এই ওপেনারের সর্বশেষ অবস্থা জানিয়েছেন বিসিবি চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী।

মনজুর বলেন, ‘আসলে তার (শামীমা সুলতানা) তেমন কিছু হয়নি। যদি সিরিয়াস কিছু হতো তাহলে এতক্ষণ ফিজিও আমাদের জানাতো। আসলে নির্দিষ্ট করে কি হয়েছিল সেটা আমাদের এখনো জানায়নি ফিজিও। সেক্ষেত্র মনে হচ্ছে সিরিয়াস কিছু নয়।’

এর আগে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে রুমানাদের বোলিং তোপে মাত্র ৮২ রানেই অলআউট হয় থাই মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে ১১ ওভার ৪ বলে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

Provaati
    দৈনিক প্রভাতী